বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এএফসি লাইসেন্স: নেপাল-ভুটান ৪টি, বাংলাদেশ ২টি

  •    
  • ২২ নভেম্বর, ২০২১ ২০:৩৬

বাংলাদেশ থেকে আবেদন করেছিল ৮টি ক্লাব। লাইসেন্স পেয়েছে মাত্র দুটি। যেখানে লাইসেন্স পেয়েছে নেপাল-ভুটানের ৪টি করে ক্লাব।

এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার আসর এএফসি কাপের ২০২২ আসরে বাংলাদেশ থেকে দুই ক্লাব লাইসেন্স পেয়েছে। তারা হলো লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। এই দলে নেই আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

আন্তর্জাতিক আসরে অংশ নেয়ার ক্ষেত্রে লাইসেন্স দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এবার বাংলাদেশ থেকে আবেদন করেছিল ৮টি ক্লাব। লাইসেন্স পেয়েছে মাত্র দুটি। যেখানে লাইসেন্স পেয়েছে নেপাল-ভুটানের ৪টি করে ক্লাব।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইসেন্স পেয়েছে শ্রীলঙ্কা। তাদের ১৫টি আবেদনে লাইসেন্স পেয়েছে ১৪টি দল। ভারত থেকে এবার লাইসেন্স পেয়েছে তিনটি দল। বাংলাদেশের মতো মালদ্বীপ থেকে পেয়েছে দুটি ক্লাব।

এএফসি কাপের লাইসেন্স পেতে একটি দলকে বিভিন্ন কাগজ-পত্র জমা দিতে হয় এএফসিকে। শর্ত অনুযায়ী, একটি ক্লাবকে এ-লাইসেন্সধারী হেড কোচ, যুব দল, দলের ডাক্তার বা ফিজিওকে দায়িত্ব দেয়ার প্রমাণপত্র, ফুটবলারদের মেডিক্যাল সুবিধা, হোম ভেন্যু ও প্র্যাকটিস মাঠ, ক্লাব সেক্রেটারিয়েট, ক্লাবের আইনগত ভিত্তি, ক্লাবের মালিকানা, বার্ষিক বাজেট ও অডিট করা বার্ষিক বাজেটের কপি এএফসিতে জমা দিতে হয়।

এসব শর্ত পূরণ করলে লাইসেন্স দেয় এএফসি। সে হিসেবে এবার শুধু দুটি ক্লাবকে লাইসেন্স দেয় এএফসি।

আসন্ন এএফসি কাপে বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি গ্রুপপর্বে খেলবে বসুন্ধরা কিংস। আর শেখ জামাল সরে দাঁড়ানোয় এএফসি কাপের বাছাইপর্ব খেলবে ঢাকা আবাহনী।

এ বিভাগের আরো খবর