ঢাকা আবাহনীতে ঘরোয়া ফুটবলের হাতেখড়ি, কাটিয়েছেন প্রথম গুরুত্বপূর্ণ পাঁচটা বছর। অবশেষে ঘর বানিয়ে ফেলা ক্লাব ছাড়ছেন সাদ উদ্দীন। আবাহনী ছেড়ে শীর্ষস্থানীয় অন্য ক্লাবে পাড়ি জমাচ্ছেন জাতীয় দলের এ উইঙ্গার।
বিষয়টি নিজেই সোমবার বিকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান সাদ। নতুন ঠিকানা কোনটি হতে যাচ্ছে সেটা না জানালেও আবাহনীকে ধন্যবাদ দেন তিনি।
তিনি লেখেন, ‘আকাশী-নীল হিসেবে আমার যাত্রা আপাতত এখানে শেষ! ঢাকা আবাহনী সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি ছিল। এই ক্লাব থেকে আমি আমার পেশাদার ফুটবল যাত্রা শুরু করি। এটা বলতে পারি যে এতগুলো বছর আমি আমার সর্বোচ্চটা দিয়ে গেছি এই দল ও দলের সমর্থকদের জন্য।’
ক্লাবে আরও কিছু বছর খেলার ইচ্ছা ছিল বলে জানান সাদ। বলেন, ‘ইচ্ছা ছিল আরো দীর্ঘ সময় এখানে কাটানোর। কিন্তু কখনও কখনও পরিস্থিতি আমরা যা করতে চাই তা করতে দেয় না।’
ক্লাবে কাটানো সময়টাকে অমূল্য উল্লেখ করে সাদ লেখেন, ‘এই ৫ বছরে, আমি অনেক স্মৃতি তৈরি করেছি। কিছু মধুর, কিছু তিক্ত। কিন্তু সত্যি বলতে, এর পুরোটা ছিল অমূল্য। আমি ২টি বিপিএল, ৩টি ফেডারেশন কাপ শিরোপা ও আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ক্লাব ছাড়ছি।’
ক্লাবের সব কোচ ও স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাদ বলেন, ‘আশা করি, যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আমাকে একজন ফুটবলার হিসেবে নিজেকে আরও ভালোভাবে রূপান্তর করতে সাহায্য করবে। আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
২০১৬ সালে ঢাকা আবাহনীর জার্সিতে নাম লেখানোর পর দুটি বিপিএল শিরোপা, তিনটি ফেডারেশন কাপ জিতেছেন। সঙ্গে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালেও খেলার অভিজ্ঞতা হয়েছে এ ফুটবলারের।