পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে বেলা ২টায়।
বাংলাদেশ তিন পেইসার নিয়ে একাদশ সাজিয়েছে। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান খেলছেন স্বাগতিকদের হয়ে। ১৮ মাস দলে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
বিপ্লবের সঙ্গে দলে ফিরেছেন নাজমুল শান্ত ও অভিষেক হচ্ছে সাইফ হাসানের।
বিশ্বকাপের সবশেষ একাদশ থেকে বাংলাদেশের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। একাদশে খেলছেন হারদার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, হাসান আলি, হারিস রাউফ, মোহাম্মদ ওয়াসিম।
দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে শেষ পাঁচ ম্যাচের ভেতর মাত্র একটিতে হেরেছে পাকিস্তান। অপরদিকে শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি মাহমুদুল্লাহর দল।
মুখোমুখি দুই দলের পরিসংখ্যানটাও বেশ এগিয়ে রাখছে সফরকারীদের। মুখোমুখি ১২ দেখায় ১০টিতে শেষ হাসি পাকিস্তানের। মাত্র ২ ম্যাচে জয় লাল সবুজের প্রতিনিধিদের।