এশিয়ান আর্চারির ফাইনালে রৌপ্য পদক জিতে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। রিকার্ভ মিক্সড ডাবলস ইভেন্টের ফাইনালে কোরিয়ার কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে গেছেন বাংলাদেশের দুই আর্চার দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল।
স্বর্ণ না জিতলেও এশিয়ান আর্চারির আসরে এই প্রথম রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। দিয়া ও রুবেলের হাত ধরে এসেছে আসরের সেরা সাফল্য।
বাংলাদেশে আয়োজিত ২২ তম এশিয়ান আর্চারির টুর্নামেন্টের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয় আর্মি স্টেডিয়ামে। শুক্রবার দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিক্সড ডাবলসের ফাইনালে স্বর্ণের লড়াইয়ে নামেন বাংলাদেশের দিয়া-রুবেল জুটি ও কোরিয়ার রিউ সু জুং-লি সিউং ইউন জুটি।
ফাইনালে কোরিয়ান প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেননি বাংলাদেশের জুটি। রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
বুধবার রিকার্ভ দলগত মহিলা ও পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে এশিয়ান আসরে প্রথমবারের মত পদক তলিকায় নাম লেখায় বাংলাদেশের আর্চাররা।