বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টার বেশি সময় বাকি। এত আগে পাকিস্তান জানিয়ে দিল তাদের দল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রথম ম্যাচের দল প্রকাশ করে পিসিবি।
বাবর আজমের অধিনায়কত্বে শক্তশালী দল ঘোষণা করেছে বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। বিশ্বকাপে খেলা সবশেষ একাদশ থেকে তিনটি পরিবর্তন আছে। দলে আছে চারটি পরিবর্তন।
মোহাম্মদ হাফিজ সফরে আসেননি। এ ছাড়া সফরকারীরা বিশ্রাম দিয়েছে স্পিন-অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও হার্ড হিটার আসিফ আলিকে।
তাদের জায়গায় পাকিস্তান দলে এসেছেন ব্যাটসম্যান হায়দার আলি ও খুশদিল শাহ, স্পিনার মোহাম্মদ নাওয়াজ ও অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলি, হারিস রাউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি ও শোয়েব মালিক।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। ২০ ও ২২ নভেম্বর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।