বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিকার্ভের পুরুষ ও নারী ইভেন্টে ব্রোঞ্জ বাংলাদেশের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ নভেম্বর, ২০২১ ১৮:১২

রিকার্ভ নারীদের টিম ইভেন্টে ভিয়েতনামকে ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। পুরুষদের টিম ইভেন্টে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করে স্বাগতিক দল।

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন তিন নারী আর্চার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়। ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২১ এর পঞ্চম দিন বুধবার তাদের হাত ধরে প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ।

সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারীদের টিম ইভেন্টে ভিয়েতনামকে ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।এশিয়ান আর্চারিতে বাংলাদেশের হয়ে প্রথম পদক জয়ে উচ্ছ্বসিত আর্চাররা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেইআত্মবিশ্বাসী ছিলেন বলে সংবাদমাধ্যমকে জানান দিয়া।তিনি বলেন,‘আমাদের তিন জনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এল। আমরা ফাইনালে উঠেছি ও তিন জন মিলেই ব্রোঞ্জ জিতেছি।’আসরের পঞ্চম দিনে বাংলাদেশের সাফল্য সেখানেই থেমে থাকেনি। একই ইভেন্টে কিছুক্ষণ পর পুরুষরা পদকের দেখা পান।রিকার্ভ পুরুষদের টিম ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।বাংলাদেশ এর আগে বিশ্বকাপে পদক জয় করেছে, সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এশিয়ান আর্চারিতে এবারই এলো পদক।পদক জয়ের পর বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা বলেন ভারত বা কোরিয়ার মতো শক্তিশালী না হলেও তারা উন্নতি করছেন। ডাচ কোচ মার্টিন ফ্রিডরিখকে সাফল্যের কৃতিত্ব দেন সানা।

বলেন, ‘ফ্রিডরিখ আসার পর থেকে আমরা আরও আত্মবিশ্বাসী হয়েছি। অনেকগুলো টুর্নামেন্ট খেলছি। আগেও বলেছি যে, পদক জেতার এবার বড় সুযোগ রয়েছে। সে স্বপ্নটা পূরণ করতে পেরেছি ও লক্ষ্য অর্জন করতে পেরেছি। এই আসরে এই প্রথম পদক জিতেছি যা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বড় একটা সাফল্য।’

রিকার্ভের মিক্সড ডাবলসের টিম ইভেন্টে স্বর্ণ জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। ফাইনালে কোরিয়ার বিপক্ষে খেলবেন বাংলাদেশের দিয়া ও হাকিম রুবেল।

এ বিভাগের আরো খবর