বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতকে হারিয়ে রিকার্ভ মিক্সড ডাবলসের ফাইনালে বাংলাদেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২১ ২২:০০

রিকার্ভ মিক্সড ডাবলসের সেমি ফাইনালের বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি ৫-৪ সেট পয়েন্টে ভারতের আঙ্কিতা-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন।

২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিনশিপে প্রথমবারের মতো কোনো ইভেন্টের ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া।সেমি ফাইনালে জমজমাট লড়াই শেষে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি ৫-৪ সেট পয়েন্টে ভারতের আঙ্কিতা-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। রিকার্ভের পুরুষদের টিম ইভেন্টে বুধবার ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ।মঙ্গলবার রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহার সমন্বয়ে গড়া বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ টিম ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে উজবেকিস্তানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। সেমি ফাইনালে বাংলাদেশ প্রথম রাউন্ডে ৪-৪ সেটে ভারতের সাথে ড্র করে। পরের সিঙ্গল শট রাউন্ডে বাংলাদেশের ও ভারতের স্কোর হয় ২৭। দুই দলের স্কোর ২৭ হওয়ায় ভারতের খেলোয়াড়দের তীর টার্গেটের নিকটবর্তী হওয়ায় তাদের জয়ী ঘোষণা করা হয়। রিকার্ভে নারীদের টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে দিয়া, বিউটি রায় ও নাসরিন আক্তারের বাংলাদেশ ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমিতে পৌঁছায়। সেমিতে বাংলাদেশ ৬-০ সেটে কোরিয়ার কাছে পরাজিত হয়।কম্পাউন্ডের নারী টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৬-২২৭ স্কোরে ইরানের কাছে হেরে যায়।কম্পাউন্ডের পুরুষ টিম ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৯-২২৮ স্কোরে ইরানকে হারিয়ে সেমিতে পৌঁছায়। সেমি ফাইনালে বাংলাদেশকে ৬-০ সেটে হারায় কোরিয়া।

এ বিভাগের আরো খবর