তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সিরিজের প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করেছেন আফ্রিদি, রিজওয়ানরা। তবে পাকিস্তানের অনুশীলনের সময় ওড়ানো দেশটির পতাকা নিয়ে ঘটেছে বিপত্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে পাকিস্তানি পতাকা নিয়ে। এ নিয়ে পাকিস্তান দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বিশ্বকাপসহ অন্যান্য সিরিজগুলোতে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতেই অনুশীলনে পতাকা টাঙিয়ে রাখছেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কোনো আপত্তি জানায়নি। বিসিবির পক্ষ থেকে নিউজবাংলাকে জানানো হয়, পাকিস্তান দল যেহেতু বিশ্বকাপসহ আইসিসির অন্য টুর্নামেন্টে প্রটোকল মেনে পতাকা টাঙিয়ে অনুশীলন করে এসেছে তাই ঢাকাতেও করতে সমস্যা নেই।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিউজবাংলাকে বলেন, ‘এটা পাকিস্তান দলের সংস্কৃতির একটা অংশ। বিশ্বকাপসহ অন্যান্য সিরিজের অনুশীলন সেশনে ওরা পতাকা নিয়ে যায়। এবারের বিশ্বকাপেও তারা এমনটা করেছে। এটা নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই।’
বাংলাদেশের জাতীয় পতাকা ও দেশের মাটিতে বিদেশি পতাকা ব্যবহারের একটি সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা’ অনুযায়ী দেশের মাটিতে বিদেশি পতাকা টাঙাতে সরকারের অনুমতিসহ আরও কিছু নিয়ম অনুসরণ করতে হয়।তবে বিসিবি বলছে, পাকিস্তান ক্রিকেট টিম এ ধরনের কোনো অনুমতি না চাইলেও বিষয়টিকে তারা বড় করে দেখছে না।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা’র নবম ধারায় দেশে বিদেশি পতাকার ব্যবহারের নিয়মের উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে:
১) বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহের চ্যান্সারি ভবন এবং কনস্যুলার অফিসসমূহে বিদেশের ‘জাতীয় পতাকা’ উত্তোলন করা যাইতে পারে। অধিকন্তু, কূটনৈতিক মিশনসমূহের প্রধানগণ তাহাদের সরকারি ভবন এবং মোটর গাড়িতে তাহাদের ‘জাতীয় পতাকা’ উত্তোলন করিতে পারিবেন।
২) বাংলাদেশে রাষ্ট্রীয় ভ্রমণকালীন সময়ে নিম্নবর্ণিত শ্রেণীর সম্মানিত বিদেশি ব্যক্তিগণ তাহাদের নিজস্ব পতাকা (Personal standards) অথবা নিজস্ব পতাকা না থাকিলে তাহাদের দেশের জাতীয় পতাকা তাহাদের অফিসিয়াল বাসভবনে এবং মোটর গাড়িতে উত্তোলন করিতে পারিবেন:
(ক) রাষ্ট্রপ্রধান;(খ) ভ্রমণরত প্রধানমন্ত্রী;(গ) বিদেশি সরকারের মন্ত্রীবর্গ।
(৩) বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহ কোনো উপলক্ষে, যেমন-জাতীয় দিবসসমূহে কূটনৈতিক মিশন প্রধানের বাসভবন বা চ্যান্সারি ব্যতীত, যে স্থানে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হইবে, সেই স্থানে তাহাদের জাতীয় পতাকা উত্তোলন করিতে পারিবে, তবে শর্ত থাকে যে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ‘পতাকা’ ও সম্মানজনক স্থানে পাশাপাশি উত্তোলন করিতে হইবে।
(নোট: উপরিউক্ত বিধিতে উল্লিখিত সুবিধাদি কেবলমাত্র সেই সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইবে যাহারা পারস্পরিক আলোচনার ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকেও অনুরূপ সুবিধা প্রদান করিবে।)
(৪) উপরিউক্ত বিধিসমূহের বর্ণনা ব্যতীত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুমোদন ব্যতীত, বিদেশি রাষ্ট্রের পতাকা কোনো গাড়িতে বা ভবনে উত্তোলন করা যাইবে না।