বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুল্ক ফাঁকি দেননি দাবি পান্ডিয়ার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৪:০৫

এক বিবৃতিতে হার্দিক পান্ডিয়া জানান যে তার ঘড়ির দাম ৫ কোটি নয় দেড় কোটি রুপি। তিনি এও জানান যে, ঘড়ির শুল্ক যথাযথ ভাবে পরিশোধ করেছেন তিনি।

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া জড়িয়ে পড়েছেন নতুন বিতর্কে। বিশ্বকাপে ভালো খেলতে পারেননি। ভারতের সঙ্গে বাদ পড়তে হয়েছে প্রথম রাউন্ড থেকে। বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও।এরই মধ্যে হাত ঘড়ির শুল্ক না দেয়ার অভিযোগ উঠেছে এ তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে। বিশ্বকাপ শেষে দুবাই থেকে আনা দুটি হাতঘড়ির কাগজপত্র দেখাতে না পারায় মুম্বাইয়ের কাস্টমস কর্তৃপক্ষের কাছে আটকে যান পান্ডিয়া, এমন খবর আসে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে।ঘড়ি দুটির দাম কয়েকটি পত্রিকার প্রতিবেদনে পাঁচ কোটি রুপি (পৌনে ৬ কোটি টাকা) বলে উল্লেখ করা হয়। আর দাবি করা হয় যে পান্ডিয়া এর শুল্ক দেননি। তবে হার্দিক পান্ডিয়া এসব গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন।মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই পেইস বোলিং অলরাউন্ডার জানান তার ঘড়ির দাম ৫ কোটি নয় দেড় কোটি রুপি। তিনি এও জানান যে ঘড়ির শুল্ক যথাযথ ভাবে পরিশোধ করেছেন তিনি।নিজের আনুষ্ঠানিক টুইটার হ্যান্ডলে পান্ডিয়া আরও লেখেন, ‘১৫ নভেম্বর সকালে দুবাই থেকে ফেরার পর আমি নিজেই মুম্বাই কাস্টসের কাছে আমার কেনা জিনিসপত্রের রশিদ জমা দেই ও এর জন্য প্রয়োজনীয় দামও দিতে রাজি হই। আমার কাস্টমসে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে। কাস্টমস বিভাগ আমায় শুল্ক হিসেবে কত মূল্য দিতে হবে তার হিসেব করছে।’ভারতের একজন নাগরিক হিসেবে দেশটির সব ধরনের আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে জানিয়ে পান্ডিয়া লেখেন, ‘আমি মুম্বাই কাস্টমস বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছি আর ওদেরকেও আমার পক্ষ থেকে পুরো সহযোগিতার আশ্বাস দিয়েছি। এই বিষয়টা সমাধানের জন্য যে সব কাগজ লাগে তা আমি দিতে রাজি। আমার বিরুদ্ধে আইনভঙ্গ করার সমস্ত অভিযোগ মিথ্যা।’

এ বিভাগের আরো খবর