বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক বাবর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ নভেম্বর, ২০২১ ১৯:৩৯

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো ছয়টি থেকে আইসিসির সেরা একাদশে সুযোগ হয়েছে খেলোয়াড়দের। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ের সুযোগ হয়নি।

রোববার শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। একাদশের অধিনায়কের দায়িত্বে আছেন পাকিস্তানের বাবর আজম।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর ছয়টি থেকে আইসিসির সেরা একাদশে সুযোগ হয়েছে খেলোয়াড়দের। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ের সুযোগ হয়নি।একাদশে এবারের আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন। তারা হলেন- টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার হয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারি লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা ও ফাস্ট বোলার জশ হেইজলউড।ফাইনালের দ্বিতীয় সেরা নিউজিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন শুধুমাত্র ট্রেন্ট বোল্ট। এই পেসার ১৩ উইকেট নিয়েছেন।পাকিস্তান দল থেকে শুধু বাবর আজমই একাদশে আছেন। অধিনায়ক রাখা হয়েছে তাকে।

বিশ্বকাপের সেরা একাদশে দুজন করে নেয়া হয়েছে ইংল্যান্ড, শ্রীলংকা ও সাউথ আফ্রিকা থেকে। ইংল্যান্ড থেকে আছেন জস বাটলার ও মঈন আলি। শ্রীলংকা থেকে বেছে নেয়া হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালঙ্কাকে।আর সাউথ আফ্রিকা থেকে এইডেন মার্করাম ও আনরিখ নরটিয়ার জায়গা হয়েছে। দ্বাদশ খেলোয়াড় পাকিস্তানের শাহিন আফ্রিদি।

বিশ্বকাপের সেরা একাদশ

১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া ) - ২৮৯ রান, গড় ৪৮.১৬২. জস বাটলার (ইংল্যান্ড) - ২৬৯ রান, গড় ৮৯.৬৬, ৫ ডিসমিসাল৩. বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান)- ৩০৩ রান, গড় ৬০.৬০৪. চারিথ আসালাঙ্কা (শ্রীলংকা) ২৩১ রান, গড় ৪৬.২০৫. এইডেন মার্করাম (সাউথ আফ্রিকা)- ১৬২ রান, ৫৪.০০ গড়৬. মঈন আলি (ইংল্যান্ড)- ৯২ রান, ৭ উইকেট৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা)- ১৬ উইকেট, গড় ৯.৭৫৮. অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া)- ১৩ উইকেট, ১২.০৭ গড়৯. জশ হেইজলউড (অস্ট্রেলিয়া)- ১১ উইকেট, গড় ১৫.৯০১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ১৩ উইকেট, গড় ১৩.৩০১১. আনরিখ নরটিয়া (সাউথ আফ্রিকা)- ৯ উইকেট গড় ১১.৫৫

দ্বাদশ খেলোয়াড়: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) - ৭ উইকেট, গড় ২৪.১৪

এ বিভাগের আরো খবর