ক্রিকেটে একবার জীবন পেলে সেটার ভরপুর সুযোগ কীভাবে নিতে হয় তারই উদাহরণ দেখালেন যেন কেইন উইলিয়ামসন। ব্যক্তিগত ২১ রানে হেইজলউডের হাতে জীবন পেয়ে রেকর্ড গড়ে সেটির মান রেখেছেন নিউজিল্যান্ড দলপতি। ব্যাট হাতে ফাইনালে ওঠালেন ঝড়।
লম্বা সময় ধরে হাসছিল না উইলিয়ামসনের ব্যাট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে খেলা ৬ ম্যাচে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস।
কিন্তু অতি গুরুত্বপূর্ণ ফাইনালে এসে জ্বলে উঠলেন উইলিয়ামসন। বিপর্যয়ে হাল ধরে দলকে ১৭২ রানের পুঁজি পাইয়ে দেয়ায় তার ইনিংস ছিল মূল কারিগর।
অধিনায়কের ব্যাটে নিউজিল্যান্ড পায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এ যাবত সর্বোচ্চ সংগ্রহ। একই সঙ্গে ৪৮ বলে ৮৫ রানের ইনিংস খেলে মারলন স্যামুয়েলসের সঙ্গে নাম লেখালেন শর্টার ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান হিসেবে।
এর আগে ২০১৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫* রানের ইনিংস খেলেন স্যামুয়েলস।
২৮ রানে প্রথম উইকেট হারিয়ে বিপদের ঘনঘটা দেখা দেয় কিউই শিবিরে। তোয়াক্কা না করে অজি বোলারদের ওপর স্টিম রোলার চালাতে থাকেন উইলিয়ামসন।
২১ রানে জীবন পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটি হাঁকিয়ে বসেন। তাকে থামাতে পারেননি অজি বোলাররা।
অর্ধশতক পূরণ করে চাবুকের মতো ব্যাট চালিয়ে সেঞ্চুরির পথেও হাঁটলেন তিনি। কিন্তু স্বপ্নটা অধরা রয়ে যায় জশ হেইজলউডের কারণে। স্টিভ স্মিথের তালুবন্দি করে উইলিয়ামসনকে প্যাভিলিয়নের পথ দেখান দিনের সফলতম এ অজি পেইসার।
তার আগে উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৮৫ রানের ঝড়ো এক ইনিংস। যেখানে ছিল ১০টি চার ও ৩টি ছক্কার মার। দুর্দান্ত এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১৭৭.০৮। যা কিনা চলতি বিশ্বকাপে তার সর্বোচ্চ।