বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এশিয়ান আর্চারির কোয়ালিফায়ারে নবম সানা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ নভেম্বর, ২০২১ ২১:১৪

৩৯জন আরচারের মধ্যে ৬৬৫ স্কোর করে নবম র‍্যাঙ্কিং অর্জন করেন সানা। নারীদের কোয়ালিফায়ারে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৩৭ স্কোর করে ১২তম হন। দিয়া ছাড়িয়ে গেছেন তার ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোরকে। টোকিও অলিম্পিকসে এ স্কোর করেন দিয়া।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস ২০২১’ এর কোয়ালিফিকেশন রাউন্ড ছিল রোববার। পুরুষ একক রিকার্ভ ইভেন্টে দেশ সেরা আরচার রোমান সানা নবম র‍্যাঙ্কিং অর্জন করেছেন।রোববার সকালে রিকার্ভ মহিলা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দিন শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রাধান্য দিয়ে।বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান টুর্নামেন্টে ৩৯জন আর্চারের মধ্যে ৬৬৫ স্কোর করে নবম র‍্যাঙ্কিং অর্জন করেন সানা। সমান স্কোর করে দশম র‍্যাঙ্কিং পান রাম কৃষ্ণ সাহা।একই ইভেন্টে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৬৬ স্কোর করে অষ্টম র‍্যাঙ্কিং অর্জন করেন। এ ছাড়া কোরিয়ার লি সিউংয়ুন ৬৮০ পয়েন্ট নিয়ে প্রথম, কিম পিল জুং ৬৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও হান উ ট্যাক ৬৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ৯টি দেশ থেকে ২৬জন আরচার অংশ গ্রহন করেন। কোরিয়ার রিউ সু জং ৬৮৭ স্কোর করে প্রথম, ওহ ইয়েজিন ৬৮১ স্কোর করে দ্বিতীয় ও লিম হে জিন ৬৭৭ স্কোর করে ৩য় র‍্যাঙ্ক অর্জন করেন।

নারীদের ইভেন্টে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৩৭ স্কোর করে ১২তম হন। দিয়া ছাড়িয়ে গেছেন তার ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোরকে। টোকিও অলিম্পিকসে এ স্কোর করেন দিয়া।

এছাড়া স্বাগতিক নারী আর্চারদের মধ্যে নাসরিন আক্তার ৬২৯ স্কোর করে ১৫তম, বিউটি রায় ৬২১ স্কোর করে ১৭তম ও শ্রাবনী আক্তার ৫৯৯ স্কোর করে ২৩তম র‍্যাঙ্কিং পান।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ৬টি দলের মধ্যে কোরিয়া ২০৪৫ স্কোর করে প্রথম, ১৯৬৪ স্কোর করে ভারত দ্বিতীয় ও ১৯০৪ স্কোর করে কাজাখস্তান তৃতীয় স্থান অর্জন করে। ১৮৮৭ স্কোর করে ৪র্থ স্থান পায় স্বাগতিক বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৯টি দলেরমধ্যে কোরিয়া ২০৩৯ স্কোর করে প্রথম, ভারত ২০১৫ স্কোর করে ২য় ও বাংলাদেশ ১৯৯৬ স্কোর করে তৃতীয় র‍্যাঙ্কিং অর্জন করে।

এ বিভাগের আরো খবর