নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসতে হয় তাকে।
চোট এতোটাই বেশি ছিল যে দেশে ফিরে তাকে বৃদ্ধাঙ্গুলের স্ক্যান করাতে হয়েছে। আর তাতে আঙ্গুলে চিড় ধরা পড়ে। এ কারণে অভিজ্ঞ এই টাইগার ওপেনারকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে।
দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সিরিজ। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ২৬ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
কিন্তু আসন্ন এই সিরিজের জন্য এখনও ফিট হয়ে উঠতে পারেননি বাঁহাতি এই ওপেনার। পুরোপুরি না সেরে ওঠায় শঙ্কা জেগেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার মাঠে নামা নিয়ে।
শুক্রবার এমন শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদ ইসলাম।
ফিজিও বায়েজিদ বলেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’
তবে পাকিস্তান সিরিজের আগেই তামিম সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বলেন, ‘কত ভাগ রিকভারি হয়েছে এভাবে বলা যাবে না, এডজাস্টমেন্ট লাগবে। সেরে ওঠার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় আমরা তাকে দিয়েছি। সে-ও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। হোম অফ ক্রিকেট মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি।
এরপর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর ঢাকায় হবে সিরিজের শেষ ম্যাচ।