চলতি মাসের ১৫ তারিখ পর্দা নামছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৩ তম আসরটির। পরের মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগের আরেক জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। সেই সঙ্গে প্রথম শ্রেণীর ফরম্যাট তো থাকছেই। সেই মোতাবেক দুই ফরম্যাটে হবে আসন্ন এই টুর্নামেন্টটি।
দুই ফরম্যাটের খেলাই বিসিবি চাইছে সিঙ্গেল রাউন্ডে খেলাতে। ঘরোয়া ক্রিকেটের টাইট সূচির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
সুজন বলেন, ‘বিসিএল ওয়ানডে ফরম্যাটের কথা চিন্তা করছি। যেহেতু প্রিমিয়ার লিগের আগে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা নেই। দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করার মতো সময়ও নেই। সামনে আবার বিপিএল আছে। সূচি ঠাসা হয়ে গেছে। তাই ওয়ানডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট হতে পারে। প্রথম শ্রেণির খেলা সিঙ্গেল রাউন্ড হওয়ারই কথা। ওয়ানডেও মনে হয় সিঙ্গেল রাউন্ড হবে।’
করোনাকালে বন্ধ হয়ে যাওয়ার পর ঘরোয়া টুর্নামেন্টের ভেতর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়ন্টি কাপ মাঠে গড়ালেও এখন পর্যন্ত মাঠের মুখ দেখেনি বিসিএল। তাই এনসিএলের পরপরই বিসিএল শুরু করতে বদ্ধপরিকর বিসিবি।
সুজন বলেন, ‘বিসিএল তো শুরু করতেই হবে। ডিসেম্বর ৭-১০ তারিখের মধ্যে শুরু করতে চাই। আমি শুধু একটা কথাই বলেছি- আমরা যেন ভালো উইকেট তৈরি করতে পারি, বাউন্সি উইকেট তৈরি করতে পারি। মাঠগুলোকে বিশ্রাম দিয়ে খেলা আয়োজন করলে ভালো হবে। কোচদের পারিশ্রমিক বাড়াতে চাই।’
দেশের আটটি বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে আয়োজিত হবে বিসিএল। ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল। সিলেট ও চট্টগ্রাম বিভাগকে নিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
বরিশাল ও খুলনা বিভাগকে নিয়ে দক্ষিণাঞ্চল এবং রংপুর ও রাজশাহী বিভাগকে নিয়ে তৈরি হয় উত্তরাঞ্চল দল।
চার দলের দুটি টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।