বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‌্যাঙ্কিংয়ে ২০০ ছুঁইছুঁই দলের কাছে হোঁচট বাংলাদেশের

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৯:০৫

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র। এক গোলে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে মাঠ ছাড়ে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৯তম অবস্থানে থাকা সেশেলসের বিপক্ষে ড্রয়ে চার জাতি ফুটবল টুর্নামেন্ট শুরু হলো বাংলাদেশের।

শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।

ভারী বৃষ্টিতে দুবার ম্যাচ পেছানোর পর বুধবার রোদের দেখা মিলেছে কলম্বোয়।

রোদেলা বিকেলে ম্যাচের শুরু থেকে ছন্দ নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। বল দখলে রেখে আক্রমণ সাজায় দল। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৭ মিনিটে ওপেন-প্লেতে ইব্রাহিমের দুর্দান্ত গোলে লিড নেয় টাইগাররা।

ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার লম্বা পাসটা সাদের পা ছুঁয়ে চলে যায় ইব্রাহিমের পায়ে। সেশেলসের এক ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে জড়ান ইব্রাহিম।

জাতীয় দলের হয়ে উইঙ্গারের ক্যারিয়ারের দ্বিতীয় গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মোহাম্মদ ইব্রাহিমের গোলের পর বাংলাদেশের উদ্‌যাপন। ছবি: বাফুফে

দ্বিতীয়ার্ধেই যেন পুরো ছন্দে ছেদ পড়ে বাংলাদেশের। ধীরে ধীরে বলের দখল হারাতে থাকে দল। ম্যাচ ধরে ফেলে সেশেলস। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট হয় সেশেলসের। ডি-বক্সের ভেতরে বলটা একা পেয়েও বারের বাইরে মেরে দেন দলের ফরোয়ার্ড রানডলফ বিন এলিজাবেথ। এতে স্বস্তি ফেরে বাংলাদেশের।

এর মিনিট দুয়েক পরে আরও একটি সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দলটির। এবার কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে ডি-বক্সের সামনে থেকে প্রায় একই রকম ভুল করেন দলটির ফরোয়ার্ড ডিন স্টিফেন মথি।

এর মধ্যে কিছু হাতেগোনা সুযোগ তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ, তবে সবই যেন ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয়ে ফেরে।

ম্যাচের ৮৭ মিনিটে সমতায় ফেরে সেশেলস। আচমকা শটে মুহূর্তেই ব্যবধান ১-১ করে ফেলে আফ্রিকার দলটি। লেব্রোসের গোলে সমতায় ফেরে তারা।

বড় ধাক্কার ঠিক মিনিট পরই ফিরে আসার সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয় লাল-সবুজদের। জামাল ভূঁইয়ার বাড়ানো পাসে জুয়েলের ক্রসে একেবারে সিক্স ইয়ার্ডের সামনে থেকে সুফিলের নেয়া হেডটা অদ্ভুতভাবে চলে যায় বারের উপর দিয়ে।

এখানেই শেষ হয়ে যায় ম্যাচ। ড্রর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শুরু করে দুই দল।

আর ড্রয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমসের।

এমন শুরু নিঃসন্দেহে ভোগাবে বাংলাদেশকে। চার জাতি টুর্নামেন্টে ফাইনালে খেলার আশা কিছুটা ধূসর হলো লাল-সবুজদের।

এ বিভাগের আরো খবর