শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সেশেলসের বিপক্ষে বাংলাদেশের মূল একাদশ ঘোষণা করা হয়েছে।
ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ওবাইদুর রহমান নবাবকে বেঞ্চে রাখা হয়েছে।
হেড কোচ মারিও লেমসের গড়া এ দলে খুব একটা পরিবর্তন নেই। সাবেক কোচ অস্কার ব্রুজনের পথেই হেঁটেছেন পর্তুগিজ এ কোচ।
গোলবারের নিচে রাখা হয়েছে আনিসুর রহমান জিকোকে। রক্ষণে তপু বর্মণের সঙ্গে রয়েছেন টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা।
আর জামাল ভূঁইয়ার সঙ্গে মাঝমাঠ সামলাবেন মোহাম্মদ ইব্রাহিম ও আতিকুর রহমান ফাহাদকে।
আর আক্রমণভাগে রাখা হয়েছে রাকিব হোসেন, সুমন রেজা ও সাদ উদ্দিনকে।
অস্কারের ট্যাকটিসেই দলকে খেলাবেন মারিও লেমস। ৪-৩-৩ ফরমেশনে সেশেলসের বিপক্ষে খেলবে লেমসের দল।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের মূল একাদশ
গোলকিপার: আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার: তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম ও আতিকুর রহমান ফাহাদ
ফরোয়ার্ড: সুমন রেজা, রাকিব হোসেন ও সাদ উদ্দিন