বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ ব্যর্থতার তদন্তে জালাল-এনায়েতকে নিয়ে কমিটি

  •    
  • ৮ নভেম্বর, ২০২১ ২২:৩১

বিসিবির দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুসকে নিয়ে গঠিত হয়েছে এই কমিটি। দুই কর্মকর্তা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে বের করবেন মাহমুদুল্লাহদের ব্যর্থতার কারণ।

হার দিয়ে শুরু, হার দিয়েই শেষ। এই ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পরিসংখ্যান। বাছাইপর্ব ও সুপার টুয়েলভে মোট আট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ওমান ও পাপুয়া নিউগিনি ছাড়া কারও বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা।

চরম ব্যর্থতার বিশ্বকাপ শেষ করে গত ৫ নভেম্বর দেশে ফেরেন জাতীয় দলের ক্রিকেটাররা। বোলিং মোটামুটি সন্তোষজনক হলেও ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি ব্যাটার ও ফিল্ডাররা। ফলে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

দলের এমন বাজে পারফরম্যান্সে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যর্থতার কারণ খুঁজে বের করতে সোমবার দুই সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি।

ক্রিকেট বোর্ডের সিনিয়র দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুসকে নিয়ে গঠিত হয়েছে এই কমিটি।

এই দুই তদন্ত কর্মকর্তা দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে বের করবেন মাহমুদুল্লাহদের ব্যর্থতার কারণ।এ প্রসঙ্গে জালাল ইউনুস নিউজবাংলাকে বলেন, ‘বাংলাদেশ দল তো এতো খারাপ করার কথা না। আমরা তো এতো বাজে দল না। কেন আমাদের এ ধরণের রেজাল্ট হল সেটাই খুঁজে বের করা আমাদের কাজ। সমস্যাটা কোথায় সেটা বের করে আনা। আমাদের কাজই হচ্ছে সমস্যা বের করে আনা।’

তদন্তের কাজ ও প্রতিবেদন জমা দেয়ার ক্ষেত্রে পাকিস্তান সিরিজের সময়সূচিতে ব্যাঘাত ঘটাতে চায় না দুই সদস্যের প্যানেল। তাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই জানালেন ইউনুস।

বলেন, ‘এটা জমা দেয়ার কোনো টাইমফ্রেম নেই। কারণ পাকিস্তান সিরিজ চলে এসেছে। আমরা যাদের জিজ্ঞেস করব তাদের অনেকেই ব্যস্ত হয়ে যাবে। সিরিজে যেন কোন ব্যাঘাত না ঘটে, সেজন্য খুব সতর্কতার সঙ্গে খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্টে যারা আছেন তাদের জিজ্ঞেস করব। যখন তারা ফ্রি তখন সেই ফাঁকে তাদের জিজ্ঞেস করতে পারি। আমরা চাইনা সিরিজটাকে ডিস্টার্ব করে কোনো কিছু করার। এর বাইরে যারা আছেন তাদের নিয়ে আগামীকাল থেকে আমরা কাজ শুরু করব।’

বিশ্বকাপে বাংলাদেশ তাদের বাছাইপর্ব শুরু করে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এরপর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে মূল পর্বে পা রাখলেও লাভ হয়নি।

সুপার টুয়েলভে ভাগ্য পরিবর্তন করতে পারেনি ডমিঙ্গো শিষ্যরা। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রকার বিপক্ষে হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় রিয়াদ-মুশফিকদের।

এ বিভাগের আরো খবর