তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ১৬ নভেম্বর বাংলাদেশে আসছে পাকিস্তান। ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে দুই দলের সিরিজ।
সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
সোমবার পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ সফরে হাফিজের জায়গায় দলে অন্তর্ভুক্ত হবেন আরেক অলরাউন্ডার ইফতেখার আহমেদ।
প্রতিবেদনের তথ্যমতে সরে যাওয়ার কারণ হিসেবে হাফিজ জানিয়েছেন, নতুনদের জায়গা করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে সিরিজ খেলতে আসছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেই আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে আসবে বাবর আজমের দল। যদি পাকিস্তান শিরোপা জয় করে তাহলে দেশে ফিরে এরপর বাংলাদেশের বিমানে চাপবে তারা।
১৯ নভেম্বর থেকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট ম্যাচের সিরিজ শুরু হবে। ১৯, ২০ ও ২২ নভেম্বর মাঠে গড়াবে টি-টয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। ৪ ডিসেম্বর শেরে বাংলায় গড়াবে সিরিজের শেষ টেস্টটি।
সিরিজকে সামনে রেখে আগামী ১২ নভেম্বর থেকে অনুশীলনে নামবে জাতীয় দলের ক্রিকেটাররা।