ঘরের মাঠে বিশ্বকাপের আগে শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুই সিরিজ জেতে বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বমঞ্চে মাহমুদুল্লাহ-মুশফিকরা গিয়েছিলেন লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে।
বিশ্বকাপের মঞ্চে অচেনা এক বাংলাদেশকে দেখা গেল। বিশ্বকাপের বাংলাদেশের সঙ্গে সামান্যতম মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিপুল প্রতাপে জেতা টাইগারদের। শুরু থেকে শেষ পর্যন্ত রিয়াদ-সাকিবদের কপালে জুটেছে হার।
বাছাইপর্বের তিন আর মূল পর্বের পাঁচ। মোট এই আট ম্যাচের ভেতর ডমিঙ্গো শিষ্যরা জয়ের দেখা পেয়েছে মাত্র দুটি ম্যাচে। সেই দুটিও আবার বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ের যোজন দূরে থাকা দলের বিপক্ষে।বিশ্বকাপে এমন ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হওয়ায় বিশ্বকাপের পারফরম্যান্সে টনক নড়েছে বোর্ডের। আর যে কারণেই নির্বাচক ও কোচদের সঙ্গে আলোচনা করে আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বিসিবি।
শনিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। হারের কারণগুলো বিশ্লেষণ করে সেটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
মিনহাজুল বলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি আগে, তাই বিশ্বকাপ থেকে খুব বাজে পারফরম্যান্স হয়ে এসেছে এগুলো সব বিশ্লেষণ করতে হবে ও আমাদের যে নির্বাচক গিয়েছে ওর কাছেও জানতে হবে। কোচের সঙ্গেও আলোচনা করতে হবে।’
শুধু দল নয় উইকেটও মাথায় আছে বিসিবির। সেটাতেও আসতে পারে বদল তেমন আভাস দিলেন মিনহাজুল।
‘পুরো সার্বিক আলোচনা হবে। সামনের দিকে আরও কিভাবে বেটার করা যায়। টিম ম্যানেজমেন্ট যখন সভায় বসবে তখন ঠিক হবে। ওদের প্ল্যান কি আমরা জানব। সেটার ওপর নির্ভর করে উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’
১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।
১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচ হবে ঢাকায়। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্টটি। ডিসেম্বরের চার তারিখ শেরে বাংলায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টিটি।