বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক ক্রিকেটকে ব্রাভোর বিদায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ নভেম্বর, ২০২১ ১২:১১

লঙ্কানদের বিপক্ষে হারের কয়েক ঘণ্টা পরই নিজের অবসরের ঘোষণা জানিয়েছেন ডোয়েইন ব্রাভো।এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে উইন্ডিজের জার্সিতে তার শেষ খেলা।

জাতীয় দলে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি। ক্ষোভে ও অভিমানে অবসরই নিয়ে নিয়েছিলেন। তবে ২০১৯ সালে অবসর ভেঙে ফেরেন ডোয়েইন ব্রাভো। লক্ষ্য ছিল দেশের হয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।এবারের আসর একেবারে বাজে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য। চার ম্যাচের তিনটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে দল। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার রাতে হারে নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া।লঙ্কানদের বিপক্ষে হারের কয়েক ঘণ্টা পরই নিজের অবসরের ঘোষণা জানিয়েছেন ডোয়েইন ব্রাভো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এ অলরাউন্ডার। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে উইন্ডিজের জার্সিতে তার শেষ খেলা।সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় সময়টা চলে এসেছে। আমার চমৎকার একটা ক্যারিয়ার ছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর খেলেছি যেখানে কিছু উত্থান-পতন ছিল। কিন্তু এখন যখন পেছনে ফিরে তাকাচ্ছি তখন ক্যারিবিয়ান অঞ্চল ও সেখানকার জনগণকে এত দীর্ঘ সময় ধরে প্রতিনিধিত্ব করার জন্য আমি গর্বিত।’ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি চ্যাম্পিয়নস ট্রফি ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ব্রাভো। শর্টার ফরম্যাটে উইন্ডিজের উত্থান ও শ্রেষ্ঠত্বের পেছনে অন্যতম অবদান ছিল তার। বিদায় বেলায় সে সাফল্যকে স্মরণ করলেন ব্রাভো।তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত যে আমরা এমন একটা যুগে খেলেছি যেখানে আমরা শুধু নিজেকে প্রতিষ্ঠিতই করিনি একই সঙ্গে শিরোপাও জিতেছি।’ব্রাভোর সঙ্গে কাইরন পোলার্ড, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, আন্ড্রে রাসেল ও আন্ড্রে ফ্লেচারও আন্তর্জাতিক অবসরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেনদের মতো তরুণদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড এমনটা আভাস পাওয়া যাচ্ছে দেশটির সংবাদমাধ্যমে।তবে উইন্ডিজ অধিনায়ক পোলার্ড নিজের অবসরের বিষয়ে এখনই কিছু বলেননি। অন্যরাও টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো ঘোষণা দেননি।শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

এ বিভাগের আরো খবর