গত সপ্তাহে আগফানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যান সাকিব আল হাসান। কিন্তু এক সপ্তাহের ভেতরে হারানো জায়গা ফিরে পেলেন আফগান অধিনায়ক।
হালনাগাদ করা টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে জায়গা ভাগাভাগি করে শীর্ষে রয়েছেন নাবি।
গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ছিল ২৯৫। বুধবার হালনাগাদ করা তালিকায় সাকিবের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭১। পয়েন্ট কমেছে নাবিরও। ২৮৫ থেকে কমে হয়েছে ২৭১।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিনে রয়েছেন নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিটস। প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন নবাগত এ ক্রিকেটার।
১৭২ পয়েন্ট নিয়ে চারে রয়েছেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাঁচ ও ছয়ে রয়েছেন ওমানের জিশান মাকসুদ ও খাওয়ার আলি।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ১৪৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন টেবিলের সাতে। দুই পয়েন্ট পিছিয়ে আটে স্কটল্যান্ডের রিচার্ড ব্যারিংটন।
আরব আমিরাতের রোহান মোস্তফা রয়েছেন নয়ে আর ১৩৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছেন লিয়াম লিভিংস্টোন।
ব্যাটিং তালিকার শীর্ষে আছেন বাবর আজম। আর বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা।