বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেকর্ডের হাতছানি বুমরাহর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২১ ১৪:৩১

আফগান ম্যাচে সতীর্থ বোলার ইউজবেন্দ্র চেহেলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ রয়েছে তার। ৪৯ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে তালিকার একে আছেন চেহেল। আর ৫২ ম্যাচে ৬১ উইকেট নিয়ে বুমরাহ আছেন দুইয়ে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্ব্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আর মাত্র তিন উইকেট দূরে আছেন জাসপ্রিত বুমরাহ। বুধবার আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড ছুঁয়ে বা ছাড়িয়ে যেতে পারেন ভারতের এ পেইস বোলার।

সুপার টুয়েলেভের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।

এই ম্যাচে বোলিং আক্রমণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে বুমরাহকে।

আফগান ম্যাচে সতীর্থ বোলার ইউজবেন্দ্র চেহেলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ রয়েছে তার। ৪৯ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে তালিকার একে আছেন চেহেল। আর ৫২ ম্যাচে ৬১ উইকেট নিয়ে বুমরাহ আছেন দুইয়ে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নেই চেহেল। ভারতীয় সমর্থকদের আশা, আফগান ম্যচে সর্বোচ্চ উইকেটের মাইলফলকে নাম লেখাবেন বুমরাহ।

ভিরাট কোহলির নেতৃত্বে সুপার টুয়েলেভে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি ভারত। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়তে পারেনি তারা। ১০ উইকেটে ম্যাচ হারে ভারত।দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে লজ্জায় মাঠ ছাড়তে হয় সাবেক চ্যাম্পিয়নদের। সে ম্যাচে ১৯ রান খরচে দুই উইকেট নেন বুমরাহ।

সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ভারতের। এ ম্যাচ জিতে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চাইবে কোহলির দল।

এ বিভাগের আরো খবর