ডু-আর-ডাই ম্যাচে সৌদি আরবের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ৩-০ গোলের হারে দুঃস্বপ্নের এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ শেষ করল মারুফুল হকের বাহিনী।
ইউসুফ হক আর গোলকিপার পাপ্পুকে বসিয়ে একাদশ সাজান হেড কোচ মারুফুল হক।
জয়ের আশায় নেমে কঠিন বাস্তবতার অভিজ্ঞতা নিতে হলো বাংলাদেশকে। ব্রাজিল-আর্জেন্টিনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নামা সৌদির কাছে পাত্তাই পায়নি জুনিয়র টাইগাররা। রক্ষণ সামলাতে ব্যতিব্যস্ত ছিল ইয়াসিন-রহমত-রাফিরা।
কাউন্টার অ্যাটাকেও ছিল না কোনো ছন্দ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিরাজ করে গেছে সৌদি আরব।
ম্যাচের শুরুতে দুই গোলের ধাক্কায় ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সাউদ আব্দুল্লাহর গোলে লিড নেয় সৌদি। কষ্টের রেশ কাটতে না কাটতে মিনিট পরে জিয়াদ মোবারকের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে আইমানের গোলে শেষ পেরেকটিও ঠুকে দেয় সৌদি আরব। তিন গোলে পিছিয়ে থেকে গোল পরিশোধের কোনো চেষ্টা করতে পারেনি বাংলাদেশ। সৌদির গতির কাছে বারবার খাবি খেয়েছে ফাহিম-সুফিলরা।
কুয়েতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু। উজবেকিস্তানের কাছে গোলবন্যার শিকার। শেষ ম্যাচে সৌদির কাছে হেরে সব মিলে ১০ গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আর অর্জনের খাতায় বড় করে লেখা শূন্য।