বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে আশার আলো খুঁজছে বাংলাদেশ

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ২১:৫৬

অনুশীলনে দুই দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলার মতো অবস্থা নেই দলের। ঢিলেঢালা এমন প্রস্তুতিতে আশার আলো খুঁজে পাচ্ছেন পর্তুগিজ ট্যাকটিশিয়ান লেমস।

সাফের পর এখন জাতীয় ফুটবল দলের সামনে চার দেশের ফুটবল টুর্নামেন্ট। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ অক্টোবর থেকে অনুশীলন শুরু করে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। তবে বাস্তবতা হলো, অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে মারিও লেমসের বাহিনী।

সোমবার কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন ১৬ ফুটবলার। ৮ নভেম্বর থেকে শুরু টুর্নামেন্টের জন্য এখনও পূর্ণ দল পাননি কোচ মারিও লেমস।

অনুশীলনে দুই দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলার মতো অবস্থা নেই দলের। ঢিলেঢালা এমন প্রস্তুতিতে আশার আলো খুঁজে পাচ্ছেন পর্তুগিজ ট্যাকটিশিয়ান লেমস।

তিনি বলেন, ‘যে আসেনি সে আসেনি। একজন খেলোয়াড়ের সর্বোচ্চ গর্ব থাকে জাতীয় দলের হয়ে খেলা। এটা প্রাধান্য থাকে। এখানে যারা আছে তাদের নিয়ে আমাদের লড়াই। হাতে খুব বেশি সময় নেই। এর মধ্যে ফিট হয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

গত অক্টোবর মাসে সাফ চ্যাম্পিয়নশিপে যে ধাঁচে খেলেছে বাংলাদেশ এই টুর্নামেন্টে সেটার ধারাবাহিকতা বজায় রাখতে চান কোচ।

নিজস্ব কৌশলে ইতিবাচক খেলা উপহার দেয়ার চ্যালেঞ্জ দেখছেন লেমস। বলেন, ‘আমি দলে খেলার স্টাইলে বড় কোনো পরিবর্তন আনতে পারব না। সে সময়ও আমার হাতে নেই। চেষ্টা করছি সাফের ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু প্রত্যেক কোচের নিজস্ব কিছু চিন্তা-চেতনা থাকে। এই পরিবর্তনটা আমি আনতে চাই। আমার ভাষায় এটা মারিও স্পাইস বা মারিও মসলা।

‘আমার বিশ্বাস বাংলাদেশ এতে সাফল্য পাবে। চ্যালেঞ্জ নিয়েছি। এখানে লুকিয়ে রাখার কিছু নেই। দায়িত্ব নিতে হবে সবাইকে।’

অল্প দিনের মধ্যে তিন কোচের অধীনে খেলছে জাতীয় দল। জেমি ডে থেকে শুরু। মাঝে সাফ ফুটবলে অস্কার ব্রুজনের অধীনে খেলার পর এখন চার দেশের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে মারিও লেমসের অধীনে।

কোচ বদলের কোনো প্রভাব পড়বে কী না এমন প্রশ্নে দলের গোলকিপার আশরাফুল রানা বলেন, ‘বার বার কোচ বদল করলে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করব। বিষয়টি যেন ইতিবাচক হয় সে বিষয়ে সবাই সজাগ আছি।’

সাফে ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার টুর্নামেন্টের ফাইনালে যেতে আত্মবিশ্বাসী দলের গোলকিপার কোচ বিপ্লব।

তিনি বলেন, ‘সাফে আমরা মালদ্বীপের কাছে হেরেছি। এবার এই টুর্নামেন্টে সুযোগ রয়েছে মালদ্বীপের বিপক্ষে ভালো করার। এই টুর্নামেন্টে টার্গেট থাকবে ফাইনালে খেলা। আমাদের খেলোয়াড়রা মোটিভেটেড। মানসিকভাবে যদি শক্ত থাকে খেলোয়াড়রা তাহলে এটা সম্ভব।’

এদিকে, ডেনমার্কের বিয়ের পর্ব শেষে জাতীয় দলের ক্যাম্পে সোমবার যোগ দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

এ বিভাগের আরো খবর