ফুটবল মাঠে এক হতাশার দিন পার করল অনূর্ধ্ব ২৩ জাতীয় দল। যুব এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি মারুফুল হকের বাহিনী।
বড় ব্যবধানে হারের হতাশার দিনে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হকের।
উজবেকিস্তানের কাছে এর আগে কখনই এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ব্যবধান ছিল ৪-০।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে যাত্রা শুরু করে বাংলাদেশ।
শনিবার ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে স্বাগতিক উজবেকিস্তান। ১২ মিনিটের মাথায় ইউসুফের ব্যাক পাসে বল চলে যায় স্বাগতিকদের দখলে। সেখান থেকে বল টেনে নিয়ে জালের ঠিকানা খুজে নেন উলুগবেগ।
বাংলাদেশের জালে দ্বিতীয় আঘাত হানেন এলডোরবেক। ১৫ মিনিটের সময় উজবেকিস্তানকে লিড এনে দেন তিনি।
পরের মিনিটেই দলকে আবার এগিয়ে দেন উলুগবেগ। ২৬ মিনিটে ব্যবধান ৪-০ করে দেন আসলিদিন।
চার গোল হজম করে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। তবে ৬৭ মিনিটের মাথায় ফায়জুল্লায়েভের গোলে ধসে পরে মারুফুলের শিষ্যরা।
৮৭ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলিশার। শেষ পর্যন্ত ছয় গোলের বড় ব্যবধানের জয় পায় স্বাগতিক দল।
এশিয়ান কাপে নিজেদের সবশেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শক্তিশালী প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে। ম্যাচ হবে দুই নভেম্বর।