ঘরের মাঠে এক গোলে পিছিয়ে থাকার পর দুর্দান্ত কামব্যাকে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লাতিন আমেরিকার জাদুতে পূর্ণ তিন পয়েন্টের উল্লাসে মেতেছে নেইমার- দি মারিয়ারা।
প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচের লিলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি।
প্রত্যাবর্তনের দুটি গোল আসে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিয়োস ও আর্জেন্টাইন তারকা ফুটবল আনহেল দি মারিয়ার কাছ থেকে।
মেসিকে নিয়ে ম্যাচে আধিপত্য নিয়ে খেলতে শুরু করে পিএসজি। হঠাৎ স্বাগতিকদের চমকে দেয় লিলে। ম্যাচের ৩১ মিনিটে জোনাথন ডেভিডের গোলে লিড নিয়ে ফেলে তারা।
এক গোলের গলার কাঁটা নিয়ে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে সমর্থকদের জন্য চমক রাখেন দলের কোচ মাউরিয়ো পচেত্তিনো। লিওনেল মেসিকে উঠিয়ে নামান ইকার্দিকে। ‘সতর্কতার’ জন্য এমনটা করা হয়েছে বলে ম্যাচ শেষে জানান পচেত্তিনো।
এক গোলে পিছিয়ে যখন দল মেসির বদলিতে টেনশনে গ্যালারিতে ভাসছে তখন দলকে উদ্ধার করতে চলে আসেন মেসির জাতীয় দলের সতীর্থ দি মারিয়া।
তার পাস থেকেই ম্যাচের ৭৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মারকিনিয়োস।
সমতার স্বস্তিতে ফেরার পর জয়ের জন্য আরও মুখিয়ে থাকা পিএসজি আক্রমণের ধার বাড়িয়ে দিয়ে প্রথমবার লিডের সুখ পায় দি মারিয়াকে দিয়ে।
নেইমারের বাড়িয়ে দেয়া পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। লিডটা শেষ পর্যন্ত ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় দলটি।
এ জয়ে ঝুলিতে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।