বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোলশূন্য ড্রয়ে শেষ মেসির প্রথম ‘ল্য ক্লাসিক’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ অক্টোবর, ২০২১ ০৩:০৭

গোলশূন্য ড্রয়ে শেষ হলেও ঘটন-অঘটনের কমতি ছিল না মার্শেই-পিএসজি ম্যাচে। গোল বাতিল, লাল কার্ড থেকে শুরু করে মাঠে দর্শকের গণ্ডগোল সবই দেখেছে ৯০ মিনিটের এ লড়াই।

নিজের ঝলমলে ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ম্যাচের অংশ হয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, এল ক্লাসিকো বিশ্বের সব বড় ম্যাচে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

রোববার রাতে তার অভিষেক হলো আরেকটি বিখ্যাত ম্যাচে। নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মার্শেইর বিপক্ষে মেসি খেললেন ফরাসি ফুটবলের খ্যাতনামা ‘ল্য ক্লাসিক’।

গোলশূন্য ড্রয়ে শেষ হলেও ঘটন-অঘটনের কমতি ছিল না হাই ভোল্টেজ ম্যাচে। গোল বাতিল, লাল কার্ড থেকে শুরু করে মাঠে দর্শকের গণ্ডগোল সবই দেখেছে ৯০ মিনিটের এ লড়াই।

মার্শেইর মাঠ দ্য ভেলোড্রোমে শুরু হয় গোল বাতিল দিয়ে। ১৪ মিনিটে মার্শেইর বক্সে নেইমার বল বাড়ান কিলিয়ান এমবাপের উদ্দেশে।

এমবাপে বল ধরার আগেই মার্শেই ডিফেন্ডার লুয়ান পেরেস তা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন। স্বাগতিকদের আত্মঘাতী গোলের আনন্দে মাতে পিএসজি।

তবে নেইমারের অফসাইডের কারণে যখন গোল বাতিল করে দেন রেফারি তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মার্শেই।

মিনিট পাঁচেক পর একই রকম নাটক হয় অন্যপ্রান্তে। মার্শেই মিডফিল্ডার বুবাকার কামারা খুঁজে নেন পল লিরোলাকে। লিরোলা বক্সে থাকা আরকাদিউস মিলিককে পাস দিলে, বল নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার শটে জালে জড়ান তিনি।

এবারও লিরোলার অফসাইডের কারণে মিলিকের গোল বাতিল করে দেন রেফারি।লিওনেল মেসি সুযোগ পান এরপর। বাম প্রান্ত দিয়ে করা আনহেল দি মারিয়ার চিপ মার্শেই ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।ফিরতি বলে দারুণ হেড করেন মেসি। কাছ থেকে অসাধারণ দক্ষতায় তা ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের নিরাপদে রাখেন গোলকিপার পাউ লোপেস। এর মিনিটখানেক পর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠের সীমানার কাছাকাছি চলে আসেন মার্শেইর একদল সমর্থক। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় কয়েক মিনিট বন্ধ থাকে ম্যাচ।

বিরতির আগে দুঃসংবাদ পায় পিএসজি। মার্কো ভেরাত্তি চোটের কারণে মাঠ ছেড়ে চলে যান। তার বদলি হিসেবে নামেন ইদ্রিসা গেয়ে।

ভেরাত্তি মাঠ ছেড়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণ ও প্লে-মেকিংয়ের পুরো দায়িত্ব চাপে লিওনেল মেসির কাঁধে। সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেয়ার পাশাপাশি নিজেও গোলে আক্রমণ চালান ছয়বারের ব্যালন ডরজয়ী এ তারকা।

তবে পিএসজির জন্য ছিল দুর্ভাগ্য। জেঙ্গিজ উন্দারকে ফাউল করায় ৫৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন তাদের রাইট ব্যাক আচরাফ হাকিমি।

বাকি প্রায় ৩৫ মিনিট পিএসজিকে খেলতে হয় ১০ জন নিয়ে। ফলে তাদের আক্রমণের ধার যায় কমে। পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো এক পয়েন্ট নিয়ে প্যারিসে ফেরার পরিকল্পনা করেন।

মার্শেই পিএসজির রক্ষণাত্মক খেলার ধাঁচের সঙ্গে পেরে ওঠেনি। মার্শেইর হয়ে কনরাড ডে লা ফুয়েন্টে ও ভালেঁতি রজে কাছাকাছি গিয়েছিলেন গোলের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি।

শেষদিকে নেইমারকে তুলে নিলেও গোলের আশায় মেসিকে মাঠে রাখেন পচেত্তিনো। কিন্তু ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হন বিশ্বসেরা এ তারকা।

ফলে গোলশূন্য অবস্থাতে শেষ হয় ম্যাচ। ড্রয়ের পর নিরাপদ দূরত্বে শীর্ষে থাকল পিএসজি। ১১ ম্যাচে তাদের ঝুলিতে আছে ২৮ পয়েন্ট।

দুইয়ে থাকা লঁসের সংগ্রহ সমান ম্যাচে ২১। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে নিস। আর ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান মার্শেইর।

এ বিভাগের আরো খবর