বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অন্যরকম অভিষেকের অপেক্ষায় মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৯

বিশ্বকাপ, কোপা, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, এল ক্লাসিকো বিশ্বের সব বড় ম্যাচে নাম লিখিয়েছেন মেসি। রোববার রাত ১২টা ৪৫ মিনিটে তার অভিষেক হচ্ছে ফ্রেঞ্চ ফুটবলের ধ্রুপদি ম্যাচ ‘ল্য ক্লাসিক’-এ।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার পর থেকে ভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে লিওনেল মেসির। বার্সেলোনায় ছিলেন দলের সেরা তারকা। পিএসজিতে নেইমার, এমবাপেদের সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে তারকাখ্যাতি। গোল করার ক্ষেত্রেও এমবাপের সঙ্গে টক্কর দিতে হচ্ছে ছয়বারের ব্যলন ডর জয়ীকে।

তারপরও ধীরে ধীরে পিএসজিকে নিজের ঘর বানিয়ে নিয়েছেন মেসি। প্যারিসিয়ানরা তাকে কেন্দ্র করেই সাজাচ্ছে নিজেদের কৌশল। ফ্রান্সে যাওয়ার পর নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে মেসির। রাতে তিনি নামছেন ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে।

ক্যারিয়ারে বড় ম্যাচ কম খেলেননি মেসি। বিশ্বকাপ, কোপা, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, এল ক্লাসিকো বিশ্বের সব বড় ম্যাচে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। রোববার রাত ১২টা ৪৫ মিনিটে তার অভিষেক হচ্ছে ফ্রেঞ্চ ফুটবলের ধ্রুপদি ম্যাচ ‘ল্য ক্লাসিক’-এ।

মার্শেইয়ের মাঠে খেলতে যাচ্ছে পিএসজি। রিয়াল-বার্সা, লিভারপুল-ম্যানইউ ও বায়ার্ন-ডর্টমুন্ডের ম্যাচের মতোই ভক্তদের উত্তেজনা চরমে পৌঁছে এই দুই দলের লড়াই নিয়ে। মেসি যোগ হওয়ায় এবারের 'ক্লাসিক' পাচ্ছে বাড়তি মাত্রা।

পিএসজির হয়ে ম্যাচে ফিরছেন নেইমার। অর্থাৎ পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে লিগের শীর্ষে থাকা পিএসজি।

১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মরিসিও পচেত্তিনোর দল। লিগে তারা হেরেছে মাত্র এক ম্যাচ।অন্যদিকে, আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোর্হে সাম্পাওলি এখন মার্শেইর দায়িত্বে। যিনি মেসিদের দায়িত্বে ছিলেন ২০১৮ বিশ্বকাপে। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার তিক্ত অভিজ্ঞতার কথা এখনও ভোলেননি ভক্তরা।মার্শেই দলে মেসি-এমবাপের মতো বিশ্বসেরা না থাকলেও রয়েছেন দিমিত্রি পায়েত ও ম্যাথিউ গুয়েন্দোজির মতো ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞরা। সঙ্গে নিজের স্টেডিয়ামে দর্শকদের সমর্থন তো থাকছেই।

সবমিলিয়ে পিএসজি-মার্শেই হতে পারে বছরের অন্যতম সেরা লড়াই। দুই দলের সবশেষ ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে মার্শেই জিতেছিল ১-০ গোলে।

এ বিভাগের আরো খবর