টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ফেলেছে ইংল্যান্ড। ইংলিশ বোলারদের তোপে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা।
এর আগে ২০১৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন ৪৫ রানে অল আউট করে ইংল্যান্ড।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। আর ব্যাট হাতে নেমে শুরুতেই ধস নামে উইন্ডিজ শিবিরে। একমাত্র ক্রিস গেইল ছাড়া দুই অঙ্কের রান ছুঁতে পারেননি কোনো ব্যাটার।
দলীয় ৯ রানে ক্রিস ওকস ও টাইমল মিলসের শিকার হয়ে সাজঘরে ফেরেন দুই উইন্ডিজ ওপেনার; লেন্ডল সিমন্স ও এভন লুইস।
এরপর শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে দলকে কিছুদূর এগিয়ে নিয়ে যান গেইল। তাতে বাধ সাধেন মইন আলি। হেটমায়ারকে ফিরিয়ে ভাঙ্গেন বিপজ্জনক হয়ে উঠতে থাকা জুটি।
১৩ রান করে বিদায় নেন গেইল। এরপর ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কেউই। শেষতক ১৪ ওভারে দ্বিতীয় বলে দলীয় সংগ্রহ ৫৫ রানে থেমে যায় ক্যারিবিয়দের রানের চাকা।
ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন স্পিনার আদিল রাশিদ। ২.২ ওভার বোলিং করে দুই রানের খরচায় চার উইকেট শিকার করেন তিনি।
দুটি করে উইকেট নেন মইন ও মিলস। আর একটি করে উইকেট যায় ক্রিস জর্ডান ও ওকসের ঝুলিতে।