বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ অক্টোবর, ২০২১ ১৯:৫৫

সাউথ আফ্রিকার করা ১১৮ রানের জবাবে স্মিথ, স্টয়নিস ও ওয়েডের ব্যাটিং নৈপুণ্যে ২ বল অক্ষত রেখে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার করা ১১৮ রানের জবাবে স্মিথ, স্টয়নিস ও ওয়েডের ব্যাটিং নৈপুণ্যে ২ বল আগে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

সাউথ আফ্রিকার দেয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানে আনরিক নরটিয়ারের বলে সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বিপজ্জনক হয়ে ওঠার আগে কাগিসো রাবাডা ফেরান ডেভিড ওয়ার্নারকে। দলের রান যখন ৩৮, সে সময় কেশভ মহারাজের শিকার হয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ।

এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন স্টিভেন স্মিথ। দুই জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের চাকা সচল থাকে অস্ট্রেলিয়ার।

তবে দুর্দান্তভাবে প্রতিরোধ গড়ে তোলা এই জুটি ভাঙে নরটিয়ার কল্যাণে। তিনি স্মিথকে ফেরান ৩৫ রানে। পরের ওভারেই রিভার্স সুইপ করতে গিয়ে মহারাজের কাছে ধরাশায়ী হন ম্যাক্সওয়েল। তার ব্যাট থেকে আসে ১৮।

এরপর বাকি কাজটা সারেন মার্কাস স্টয়নিস ও ম্যাথিউ ওয়েড মিলে। স্টয়নিস ২৪ ও ওয়েড ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট করতে নামা প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন গ্লেন ম্যাক্সওয়েল। টেম্বা বাভুমাকে দুর্দান্তভাবে বোল্ড করে ফেরান এই অজি বোলার। দলের রান তখন ১৩।

বাভুমার বিদায়ের রেশ কাটতে না কাটতে দ্বিতীয় আঘাত হানেন জশ হেইজলউড। দুই রান করা রাসি ফন ডার ডুসেনকে মাঠছাড়া করেন উইকেটের পেছনে ম্যাথিউ ওয়েডের তালুবন্দি করে।

হেইজলউডের উঠে আসা বলে কুইন্টিন ডি কক স্কুপ করতে গিয়ে ব্যাটে ঠিকমত না লাগায় সেটি আঘাত হানে স্ট্যাম্পে। আর তাতে ২৩ রানে তিন উইকেট নেই সাউথ আফ্রিকার।

দলের এমন বিপর্যয়ে হাল সামলানোর গুরুভার কাঁধে তুলে নেন এইডেন মারক্রাম। উইকেট আগলে রেখে এগিয়ে নেন দলকে।

এক প্রান্ত মারক্রাম আকরে ধরে রাখলেও অপরপ্রান্তে চলছিল আসা যাওয়ার মিছিল।

এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে ওঠেন মারক্রাম। বড় শট খেলতে গিয়ে ধরা দেন ম্যাক্সওয়েলের হাতে। তার ব্যাট থেকে আসে ৪০ রান।

শেষতক নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের খরচায় ১১৮ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক, জশ জেইজলউড ও অ্যাডাম জ্যাম্পা।একটি করে উইকেট ঝুলিতে পুরেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিনস। ম্যাচ সেরা হন হেইজলউড।

এ বিভাগের আরো খবর