বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির প্রথম ‘ল্য ক্ল্যসিক’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ অক্টোবর, ২০২১ ১৩:১৫

প্রথমবারের মতো ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে বড় লড়াই ‘ল্য ক্লাসিক’ এর অংশ হচ্ছেন মেসি। রোববার রাত পৌনে একটায় মার্শেইয়ের মাঠে নামতে যাচ্ছে পিএসজি।

প্যারিসে আসার পর সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে লিওনেল মেসির। ঐতিহাসিক শুভেচ্ছা পেয়েছেন প্যারিসিয়ানদের কাছ থেকে, গোল খরায় ভুগেছেন, দুর্দান্ত গোল করে ম্যাচ ও সমর্থকদের মন জিতে নিয়েছেন।প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আসার দুই মাসের মাথায় প্রত্যাশিতভাবে ক্লাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

তবে রোববার রাতে প্রথমবারের মতো একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে মেসির। প্রথমবারের মতো ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে বড় লড়াই ‘ল্য ক্লাসিক’ এর অংশ হচ্ছেন তিনি। রাত ১২.৪৫ মিনিটে মার্শেইয়ের মাঠে নামতে যাচ্ছে মেসির পিএসজি।

ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে পরিচিত এই দুই দলের লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে পিএসজি। গত আট ক্ল্যসিকের সাতটিতেই জিতেছে তারা। গত বছর মার্শেই ১-০ গোলে হারিয়েছিল প্যারিসিয়ানদের।

লিগে দুই দলের মধ্যে পয়েন্ট তালিকায় রয়েছে বিস্তর ফারাক। ১০ ম্যাচের ৯টি জিতে পিএসজি ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। নয় ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে মার্শেই আছে তিনে।

দুই দলের এ ব্যবধানকে আরও বাড়াতে চায় পিএসজি। দলের মিডফিল্ডার আন্দের এরেরা বলেন, ‘এটি কঠিন একটি ম্যাচ ও বিশেষ একটি দিন হতে যাচ্ছে। মার্শেই বেশ ভালো ফর্মে আছে। ম্যাচটি তিন পয়েন্টের চেয়েও বেশি কিছু আমাদের জন্য।’

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি সুখবর পেয়েছে। চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ না খেলা নেইমার সুস্থ হয়ে ফিরছেন একাদশে।

ফলে মেসি, নেইমার, এমবাপের তিনজনকেই আক্রমণে দেখা যেতে পারে রোববার রাতে। ফ্রেঞ্চ লিগে এখনও পিএসজির জার্সিতে গোল পাননি মেসি। মার্শেইয়ের মাঠ হতে পারে তার অ্যাকাউন্ট খোলার মঞ্চ।

এ বিভাগের আরো খবর