বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভুল ঠিক করে নেয়ার সময় বেশি নেই’

  •    
  • ২৩ অক্টোবর, ২০২১ ০৯:০০

সুপার টুয়েলভে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের হাতে সময় আছে এক দিন। সময় স্বল্পতাই দুর্বলতা কাটিয়ে ওঠার মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন অভিজ্ঞ ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম।

বিশ্বকাপে অংশ নেয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুটি সিরিজ জেতে বাংলাদেশ। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বিশ্বকাপে খেলতে যায় টাইগাররা।

বিশ্বকাপের বাছাইপর্বের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। তিন ম্যাচে শুধু ওমানের এ-দলের বিপক্ষে জয় পায় মাহমুদুল্লাহর বাহিনী। বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে হারতে হয়।

এ ধারা অব্যাহত থাকে বাছাইপর্বের প্রথম ম্যাচে। স্কটল্যান্ডের বিপক্ষে ছয় রানে হারায় বিশ্বকাপ থেকে ছিটকে যাবার উপক্রম হয় টাইগারদের। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ।

দলীয় পারফরম্যান্সের অবনতি ছাপিয়ে লাইমলাইটে জায়গা করে নিয়েছে জাতীয় দলের ব্যাটারদের পারফরম্যন্স। ঘরের মাঠে দুটো সিরিজে যেমন ধুঁকতে হয়েছে লিটন-সৌম্যদের, ঠিক একইভাবে তাদের ধুঁকতে হয়েছে প্রস্তুতি ও বাছাইপর্বের ম্যাচগুলোতে।

ব্যাটারদের এই ধারাবাহিক ব্যর্থতা বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ নাজমুল আবেদীন ফাহিম।

নিউজবাংলাকে সাকিব-মুশফিকদের গুরু ফাহিম বলেন, ‘আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। ঘরের মাঠে আমাদের পারফরম্যান্স যে খুব একটা ভালো ছিল না সেটা আমরা এখন এসে বুঝতে পারছি। হোম সিরিজে ব্যাটিংয়ের প্রস্তুতি ভালো হয়নি সেটি এখানে টের পাওয়া যাচ্ছে। এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করাটা আসল চ্যালেঞ্জ হবে।’

সুপার টুয়েলভে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের হাতে সময় আছে এক দিন। সময় স্বল্পতাই দুর্বলতা কাটিয়ে ওঠার মূল বাধা বলে মন্তব্য করেন অভিজ্ঞ এ ক্রিকেট কোচ।

তিনি বলেন, ‘বাছাইপর্বের প্রথম ম্যাচ আমরা হেরেছি। পরের ম্যাচগুলো আমাদের সামর্থ্য ও অভিজ্ঞতার কারণে টিকে গেছি। হোম সিরিজগুলোর যে নেতিবাচক প্রভাব ছিল তার কারণে কিন্তু এখানে এসে ম্যাচ হারলাম। স্কটল্যান্ডের বিপক্ষে হারলাম।’

তিনি যোগ করেন, ‘আমরা হারের মধ্য দিয়ে দলকে গোছাচ্ছিলাম। প্রক্রিয়াটা চলছে। কোয়ালিফাই করে একটা ধাপ এগিয়েছি।’

বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে। মূল পর্বে এসে তাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারলে সেটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে জানান ফাহিম।

বলেন, ‘টি-টোয়েন্টি দল হিসেবে আমরা কিন্তু সেই পর্যায়ের না। শ্রীলঙ্কার বিপক্ষে যদি জিততে পারি তাহলে ধরে নিতে পারব একটা শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে গিয়েছি। বিষয়টা এমন নয় যে আমরা বাকি ম্যাচগুলো জিতে যাব।‘কিন্তু বাকি দলের সঙ্গে পার্থক্য কমাতে পারব। শ্রীলঙ্কা ছাড়া বাকি দলগুলো অনেক শক্তিশালী। তাদের সঙ্গে ব্যবধান কমাতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে এই বিশ্বকাপে।’

সুপার টুয়েলভে বাংলাদেশকে লড়তে হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই ছয় দলের ভেতর সেরা দুই দল খেলবে সেমি ফাইনালে।সেমিফাইনালকে বাংলাদেশ তাদের প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করে দেশ ছেড়েছে।

এ বিভাগের আরো খবর