টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট হাতে ফর্মে না থাকায় দলের অধিনায়ক ওইন মরগানকে নিয়ে চিন্তায় ইংল্যান্ড। লম্বা সময় ধরে ব্যাটে রান নেই মরগানের। দলের প্রয়োজনে সরে দাঁড়ানোর ঘোষণাও দিলেন মরগান।তিনি জানালেন, দলের প্রয়োজনে নিজেকে প্রত্যাহার করে নিতে তিনি প্রস্তুত। বিশ্বকাপ জয়ের পথে দলের বোঝা হতে চান না।সবশেষ সাতটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ৮২ রান করেছেন মরগান। আইপিএলেও হাসেনি মরগানের ব্যাট। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৬ ইনিংসে ১১.০৮ গড়ে ও ৯৫.৬৮ স্ট্রাইক রেটে ১৩৩ রান করেন তিনি।অধিনায়কের এমন ফর্ম ভাবিয়ে তুলেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে। সেটি বুঝতে পারছেন মরগান নিজেও। এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে প্রয়োজনে নিজেকে দল থেকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দেন তিনি।মরগান বলেন, ‘বিকল্প পরিকল্পনা সব সময় তৈরি থাকে। বিশ্বকাপ জয়ে আমি কখনও দলের অন্তরায় হয়ে দাঁড়াব না। এ মুহূর্তে আমি ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভালো করছি বলে মনে করি।’টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলেননি মরগান। ওই ম্যাচে সাত উইকেটে হারে ইংল্যান্ড। দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন মরগান। ১০ রানের বেশি করতে পারেননি তিনি।মরগান বলেন, ‘ব্যাটিং নিয়ে এর আগেও সমস্যায় পড়েছি। তা থেকে উদ্ধারও পেয়েছি। এ কারণে আমি আজ এখানে। টি-টোয়েন্টি ক্রিকেটের ধাঁচ, আর যেখানে আমি ব্যাট করি, সেখানে আমাকে সব সময় ঝুঁকি নিয়ে খেলতে হবে। দল যদি নির্দেশ দেয় ঝুঁকি নেয়ার, তা হলে আমি সেটাই করব। দল না চাইলে করব না।’রানের মধ্যে না থাকলেও নিজের নেতৃত্বে কোনো সমস্যা দেখছেন না আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এ ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি সব সময় রান করা ও অধিনায়কত্ব এই দুই বিষয়কে আলাদাভাবে দেখেছি। আমি বোলার নই। বয়সও বাড়ছে। যে কারণে ফিল্ডিংয়ে হয়তো তেমন অবদান রাখতে পারি না। তবে অধিনায়কের ভূমিকা পালন করতে পছন্দ করি।’২০১৬ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মরগানের নেতৃত্বে ফাইনাল খেলে ইংল্যান্ড। উইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে ম্যাচটি হারতে হয় ইংলিশদের। সেই যন্ত্রণা তিন বছর পর মুছে ফেলেন ৩৫ বছর বয়সী মরগান। তার অধিনায়কত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় ইংল্যান্ড।
শনিবার রাত ৮টায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে ইংল্যান্ডের।