বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়: মাহমুদুল্লাহ

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ২১:১২

মাহমুদুল্লাহ বলেন, ‘সবারই ত্যাগ থাকে। কারও ব্যথা থাকে। কারও ইনজুরি থাকে। ওগুলো নিয়ে দিনের পর দিন খেলি। পেছনের গল্পগুলো অনেকেই জানে না। এ জন্য কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করা ঠিক না।’

ক্রিকেটে সব প্রতিপক্ষই সমান গুরুত্ব পায় প্রতিটা দলের কাছে। কোন দল নবাগত, কোন দল র‍্যাঙ্কিংয়ে নিচে অবস্থান করছে, সেটি বিশ্লেষণ করে খেলার ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব হয় না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পচা শামুকে পা কেটেছিল বাংলাদেশের। অঘটনের জন্ম দিয়ে বাংলাদেশ হেরে বসে তাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা স্কটল্যান্ডের কাছে। সে কারণে বরাবরের মতো সমালোচনার তোপে পড়তে হয় দলের সদস্যদের।

এক দিনের বিরতিতে দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে দুর্দান্ত জয় বাগিয়ে নিয়ে বিশ্বকাপে টিকে থাকে বাংলাদেশ। সবশেষ পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয় টাইগারদের।

সুপার টুয়েলভ নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে মুখ খুললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্ষোভ ঝাড়লেন নেতিবাচক সমালোচকদের ওপর।

রিয়াদ বলেন, ‘সমালোচনা আমাদের স্পর্শ করে। আমরাও মানুষ। আমাদের পরিবার আছে। আমাদের বাবা-মায়েরাও বসে থাকে টিভির সামনে। বাচ্চারাও খেলা দেখে। তারাও মন খারাপ করে। সামাজিক যোগাযোগমাধ্যম তো এখন মানুষের হাতের নাগালে। সবার মোবাইলে আছে।’দলের সদস্যরা নিজেদের উন্নতি করার চেষ্টায় নিয়োজিত বলে জানান টি-টোয়েন্টি অধিনায়ক। যে ভুলগুলো হয় তা নিয়ে সবচেয়ে বেশি অবগত থাকেন ক্রিকেটাররা।

মাহমুদুল্লাহ যোগ করেন, ‘অনেক প্রশ্ন এসেছে। ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ও তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। আপ্রাণ চেষ্টা করেছি। ফল আমাদের পক্ষে আনতে পারিনি।

‘সমালোচনা হবে। সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো। বাংলাদেশের জার্সি যখন গায়ে দিই তখন আমরাও সম্মানিত অনুভব করি। সবারই ত্যাগ থাকে। কারও ব্যথা থাকে। কারও ইনজুরি থাকে। ওগুলো নিয়ে দিনের পর দিন খেলি। পেছনের গল্পগুলো অনেকেই জানে না। এ জন্য কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করা ঠিক না।’

মাহমুদুল্লাহ বাহিনীর সুপার টুয়েলভ নিশ্চিত হলেও কোন গ্রুপে খেলবে বাংলাদেশ, সেটি এখনও নিশ্চিত হয়নি। ভাগ্য ঝুলে রয়েছে ওমান এবং স্কটল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর।

ওমান স্কটল্যান্ডকে ৭৯ রানের বেশি ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ওমান রানার্সআপ হয়ে মূল পর্বে যাবে। আর স্কটল্যান্ড জিতলে বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় হয়ে মূল পর্ব খেলবে।

এ বিভাগের আরো খবর