শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টে জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা আবাহনীর কোচ মারিও লেমসকে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সূত্রে এ খবর জানা গেছে।
জাতীয় দলের কোচ পরিবর্তন হচ্ছে, তা আগেই ধারণা করা যাচ্ছিল। সাফ পর্ব শেষে স্পেনে ফিরে যাচ্ছেন জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন। দীর্ঘ সময়জুড়ে দেশের ফুটবলে ব্যস্ত থাকায় পরিবারকে সময় দিতে দেশে ফিরে যাচ্ছেন তিনি।
এদিকে জেমি ডে’কেও দায়িত্বে ফেরাতে চায় না ফেডারেশন। তাই দেশের ফুটবলে পরিচিত একজন মারিও লেমসকে দায়িত্ব দেয়া হয়েছে।
জেমিকে ওএসডি করার পর অস্কারকে দায়িত্ব দেয়ার আগে কোচের শর্টলিস্টে ছিল মারিও লেমসের নাম। অস্কারের অপশন না থাকায় পর্তুগিজ এ কোচকেই বাছাই করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য জানান, শুধু শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টের জন্য দায়িত্ব পাচ্ছেন লেমস। ভিসা পেলেই দেশে ফিরবেন তিনি।
তিন মৌসুম ধরে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন লেমস। দায়িত্ব নেয়ার পর দলকে প্রথমবার এএফসি কাপের ইন্টার সেমি ফাইনালে খেলান এ কোচ।
তার অধীনে তৃতীয় অবস্থান নিয়ে সবশেষ বিপিএল আসর শেষ করেছিল আবাহনী।
জাতীয় ফুটবল দলের জন্য অপরিচিত নন মারিও লেমস। ২০১৭ সালে অ্যান্ড্রু ওর্ড যখন প্রধান কোচ ছিলেন, তখন জাতীয় দলের ফিটনেস ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এ পর্তুগিজ।
আগামী ২৫ নভেম্বর জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা নিয়েছে কমিটি।