এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ শুরু হওয়ার আগে আয়োজক হিসেবে নাম প্রত্যাহার করে নেয় কুয়েত। ফলে শেষ মুহূর্তে বিপাকে পড়ে যায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
কুয়েত মুখ ফিরিয়ে নেয়ার পর আয়োজক হিসেবে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে উজবেকিস্তান। এএফসি তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়।
উজবেকিস্তানকে আয়োজক রেখে টুর্নামেন্টের নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
যেখানে বাংলাদেশ বনাম কুয়েতের ম্যাচ দুই দিন পিছিয়েছে। ২৭ অক্টোবর কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আসর শুরু করবে মারুফুল হকের দল।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আয়োজক দল উজবেকিস্তানের। ৩০ অক্টোবর উজবেকদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।
গ্রুপের শেষ ম্যাচে ২ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে সৌদি আরবের বিপক্ষে।
কুয়েত ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের জেএআর স্টেডিয়ামে। আর উজবেকদের বিপক্ষে ম্যাচটা হবে পাখতার স্টেডিয়ামে।
বাছাইপর্বে অংশ নিতে ২১ অক্টোবর দেশ ছাড়ার কথা ছিল লাল সবুজের প্রতিনিধিদের। গত তিন সপ্তাহজুড়ে ঢাকা আবাহনী ক্লাবে আবাসিক ক্যাম্প করে অনুশীলন করছেন ফুটবলাররা।
মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন সাফ খেলে আসা জাতীয় দলের এক অংশ।