বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইগারদের সামনে স্কটল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

  •    
  • ১৭ অক্টোবর, ২০২১ ২১:৫২

৯ উইকেটের খরচায় ডমিঙ্গো শিষ্যদের সামনে ১৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা।

বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে টাইগারদের সামনে ১৪০ রানের পুঁজি সংগ্রহ করেছে তারা।

ওমানের আল এমিরেটস ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্পিন নির্ভর বাংলাদেশ এদিন খেলতে নামে তিন পেইসার নিয়ে।

ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় ৫ রানেই সাইফউদ্দিনের বলে শূন্য রানে বোল্ড হন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার।

দ্রুত উইকেট পতনে বিপর্যয় এড়াতে দলকে এগিয়ে নেয়ার গুরুভার কাঁধে তুলে নেন জর্জ মানসি। সঙ্গে নেন ম্যাথিউ ক্রসকে।

বিপজ্জনক হয়ে ওঠা ক্রসকে ফেরান মাহেদী তার স্পিন ভেল্কিতে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে টাইগার স্পিনারের বলে ১১ রান করে আউট হন ক্রস।

সেই ওভারের শেষ বলেই মানসিকে সাজঘরে পাঠান মাহেদী। ২৩ বলে ২৯ করা মানসি বোল্ড হন এই স্পিনারের বলে।

এরপর ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাকিব ফেরান রিচি ব্যারিংটনকে। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন টি-টোয়েন্টিতে লাসিথ মালিঙ্গার করা ১০৭ উইকেটের রেকর্ড।

এক বল পরই মাইকেল লিস্ককে সাজঘরে ফিরিয়ে বাঁহাতি অলরাউন্ডার নাম লেখান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে।

শুরুতে মারমুখী থাকলেও বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মাহেদী হাসানের স্পিনে সাময়িক সময়ের জন্য কাবু হয়ে পড়ে স্কটল্যান্ড।

সেই বিপর্যয় সামলে উঠে টাইগার বোলারদের ওপর মারমুখী হয়ে ওঠেন ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট।

১৭ বলে ২২ করে ওয়াট থামলেও আক্রমণ আব্যাহত রাখেন গ্রেভস। টেনে নিয়ে যেতে থাকেন দলকে বড় সংগ্রহের দিকে।

২৮ বলে ৩৫ করা গ্রেভস ফিজের বলে সাকিবের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন ইনিংসের শেষ ওভারে গিয়ে। কিন্তু ততক্ষণে বড় সংগ্রহ করে ফেলেছে স্কটল্যান্ড। গ্রেভসকে ফিরিয়েই পরের বলে ফিজের দুর্দান্ত এক ফুল লেংথের বলে বোল্ড হন জশ ডেভি।

শেষতক ৯ উইকেটের খরচায় ডমিঙ্গোর শিষ্যদের সামনে ১৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা।

বাংলাদেশের হয়ে ১৯ রানের খরচায় তিন উইকেট নেন মাহেদী হাসান। দুটি করে উইকেট পান সাকিব ও মুস্তাফিজ। আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন তাসকিন ও সাইফউদ্দিন।

এ বিভাগের আরো খবর