বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইগার ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা এবারের বিশ্বকাপ

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ২১:৫৮

বাছাইপর্বের আগে ইতোমধ্যে ওমানের ‘এ’ দল, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র ওমানের ‘এ’ দল ব্যতীত অন্য কারো বিপক্ষে জয়ের দেখা পায়নি টিম টাইগার্স।

আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচ। যেখানে বাংলাদেশ লড়বে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে।

বাছাইপর্বের আগে ইতোমধ্যে ওমানের ‘এ’ দল, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর ভেতর একমাত্র ওমানের ‘এ’ দল ব্যতীত অন্য কারও বিপক্ষে জয়ের দেখা পায়নি টিম টাইগার্স।

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। দুটো ম্যাচেই ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বের হতে পারেননি জাতীয় দলের ব্যাটসম্যানরা।

বোলাররা মোটামুটি ধারাবাহিক থাকলেও আরব আমিরাতের শেষ দুটি ম্যাচে যেই দায়িত্বশীলতার পরিচয় ব্যাটাররা দিয়েছেন তাতে তারা যে ভোগান্তির অপর নাম হতে পারেন আসন্ন বিশ্ব মঞ্চে সেটি নিয়ে আপাতদৃষ্টিতে সন্দেহের খুব একটা অবকাশ নেই। অন্তত দলের সাম্প্রতিক পারফরম্যান্স তাই বলে দিচ্ছে।

কেন ভোগাবে তার একটা বিশ্লেষণে আসা যাক এবার।

প্রথমেই আসি ওপেনিং-এ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ সার্ভিস পাচ্ছে না ভরসাবান ওপেনার তামিম ইকবালের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান (৫১৪) যার তিনিই নেই এবারের বিশ্বকাপে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ পর্যন্ত জাতীয় দলের ওপেনিং জুটি থেকে আসেনি শক্ত কোনো ভীত, যার ওপর দাঁড়িয়ে অনায়াসেই ইনিংস বড় করতে সক্ষম হন মিডল অর্ডার ব্যাটাররা।

জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওপেনার হিসেবে সুপার ফ্লপ ছিলেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেয়া নাঈম শেখের ব্যাট থেকেই আসতে দেখা যায়নি বড় কোন ইনিংস।

আরেক ওপেনার লিটন দাস ছিলেন না অজিদের বিপক্ষের সিরিজে। নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও এখন পর্যন্ত হাসেনি তার ব্যাট। এমনকি শেষ দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিং জুটি থেকে আসেনি বড় কোনো ইনিংস।

শুধু ওপেনারই না। ব্যর্থতার গ্লানি কাটছে না মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমেরও। তিনটি প্রস্তুতি ম্যাচেএ ভেতর কেবল একটিতে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন ডানহাতি এই ব্যাটার।

তারকা ক্রিকেটাররা ব্যর্থ হলেও কিছুটা আশা দেখা যাচ্ছে তরুণদের পারফরম্যান্সে। তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারি, মাহেদি হাসানের ব্যাটিং আশা দেখাচ্ছে টাইগার ভক্তদের।

চাপের ম্যাচগুলো থেকে দুর্দান্তভাবে বাংলাদেশকে বের করে আনার সাম্প্রতিক বেশ কিছু নজির রয়েছে এই চার তরুণের। যার কারণে স্বভাবতই তাদের থেকে বাড়তি কিছু পাওয়ার প্রত্যাশা করবে ক্রিকেট ভক্তরা।

তবে ব্যাটিংয়ের দিক থেকে আমরা যে কিছুটা পিছিয়ে রয়েছি সেটি স্পষ্ট প্রকাশ পেয়েছে সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের ভাষ্যে।

নিউজবাংলাকে বেলিম বলেন, ‘যদি ওভারঅল পারফরম্যান্সের কথাও বলি সেটাও কিন্তু আমাদের আপ টু দ্য মার্ক হয়নি। এই প্রস্তুতি ম্যাচগুলোতে আমাদের রান পাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু সেটি হয়নি। ব্যাটিংটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে আসলে করতে পারিনি আমরা।’

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যারা রান পাননি তারাও মূল খেলায় রানের ধারায় ফিরবেন। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সেই সম্ভাবনা খুবই ‘কম’।

বেলিমের মতে, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট তাতে এই ম্যাচগুলোতে যারা রান পায়নি তারাও কিন্তু হুট করে ফর্মে ফিরে এসে রান পেতে পারেন। তবে সেটি সবসময় সম্ভব হয়না কারণ টি-টোয়েন্টিতে রিপেয়ারিংয়ের সুযোগটা খুব কম।’

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই। এরপর ১৯ তারিখ ওমান এবং ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে মাহমুদুল্লাহ বাহিনী।

এ বিভাগের আরো খবর