বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবের মতো বিশ্বসেরা হতে চায় সাদিদ

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ১৫:০৮

শেন ওয়ার্ন ও রাশিদ খানকে ভালো লাগে সাদিদের। তবে বোলিংয়ে আগ্রহী হয়ে ওঠে সাকিব আল হাসানকে দেখে। ভবিষ্যতে বিশ্বসেরা অলরাউন্ডারের মতো জাতীয় দলের একজন ক্রিকেটার হতে চায় ক্লাস ওয়ানে পড়া সাদিদ।

বয়স মাত্র ছয় বছর। এতটুকু বয়সে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে আসাদুজ্জামান সাদিদ। বরিশালের খুদে এই ক্রিকেটারের বোলিংয়ের ভিডিও ভাইরাল হয়ে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের কাছে।সাদিদের লেগব্রেকের ভিডিও শেয়ার করেছেন স্বয়ং শচীন টেন্ডুলকার। প্রশংসা করেছেন সাদিদের ক্রিকেটের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার।নিউজবাংলা কথা বলেছে এই সামাজিক যোগাযোগমাধ্যমের সেনসেশনের সঙ্গে। সাদিদ জানাল তার পছন্দের ক্রিকেটারদের তালিকায় আছেন শেন ওয়ার্ন ও রাশিদ খানের মতো লেগস্পিনাররা।সাদিদ বলে, ‘আমার ভিডিও যে সবাই দেখছে এটা কখনও ভেবে দেখিনি। আমার খুব ভালো লাগছে।‘সবচেয়ে বেশি ভালো লাগে শেন ওয়ার্ন ও রাশিদ খানকে। এই দুজনকে দেখে আমি শিখেছি।

‘এ ছাড়া অ্যাডাম জ্যাম্পা, ভিরাট কোহলি, সাকিব আল হাসান, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, রভিন্দ্র জাডেজা, মহেন্দ্র ধোনি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ভালো লাগে। ম্যাক্সওয়েলকে দেখে আমি ডিফেন্স করা শিখেছি।’সবার কাছে এখন সাদিদ পরিচিত খুদে লেগস্পিনার হিসেবে। তবে তার শুরুটা ব্যাটসম্যান হিসেবে। সাদিদের মামা সিরাজুল ইসলাম শুভই তার ক্রিকেট খেলার সঙ্গী ও গুরু।

সাদিদের ক্রিকেট খেলার সঙ্গী ও কোচ মামা সিরাজুল ইসলাম শুভ। ছবি: নিউজবাংলা

শুভ জানালেন সাদিদের বোলার হয়ে ওঠার গল্প। সেটার পেছনেও অনুপ্রেরণা বিশ্বসেরা অলরাউন্ডার।শুভ বলেন, ‘সাদিদ অনেক ছোট থেকে ক্রিকেট খেলে। তিন বছর বয়স থেকে। প্রচুর খেলাও দেখে। একদিন বাংলাদেশের খেলায় সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হওয়ায় সাদিদ জানতে চায় সাকিব বেশি রান করেনি, তাও ম্যান অফ দ্য ম্যাচ কেন হয়েছেন।‘আমি তাকে বলি যে সাকিব ব্যাটিংয়ের পাশপাশি বোলিংও করেন। তখন সাদিদ বলে তাকে বোলিং শেখাতে।’শুভ আরও জানান যে গত বছর দেড়েক সাদিদ ঘরের ভেতরেই ক্রিকেট খেলেছে মহামারির কারণে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বাইরে খেলা শুরু করেছে।ক্লাস ওয়ানের ছাত্র সাদিদের ইচ্ছা জাতীয় দলে খেলার। নিউজবাংলার প্রতিনিধিকে সে লেগস্পিন বোলিং কীভাবে করে সেটার খুঁটিনাটি ব্যাখ্যা করতে করতে জানায়, ‘আমি বড় হয়ে সাকিব আল হাসানের মতো হতে চাই।’এলাকার সবাই তাকে ক্রিকেট খেলায় সাহায্য করে বলে জানান শুভ। ভাগনের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছিলেন তিনি। সেটা নিয়ে যে এমন ঝড় শুরু হয়ে যাবে ও পৌঁছে যাবে বিশ্বদরবারে, সেটা তাদের কাছে কল্পনারও বাইরে ছিল।

প্রিয় খেলার মাঠের সামনে সাদিদ। ছবি: নিউজবাংলা

পরিবারের স্বপ্ন সাদিদ বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে একসময়।শুভ আরও বলেন, ‘আমাদের ইচ্ছা হচ্ছে ও যখন ক্লাস সেভেন উঠবে, তখন বিকেএসপিতে ভর্তি করানো আর যদি সুযোগ হয় তাহলে সাকিব আল হাসানের অ্যাকাডেমিতে অনুশীলন করানো। আমরা চাই সাদিদ যেন সঠিক পরিচর্যা পায় ও তার প্রতিভা যেন হারিয়ে না যায়।‘বাংলাদেশে ভালো লেগস্পিনার নেই। আমার বিশ্বাস, সাদিদের যদি যত্ন নেয়া হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ ভালো একজন লেগস্পিনার পাবে।’যেমনটা প্রতিভা সাদিদের সেটাকে পরিচর্যা করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলকে সার্ভিস দেয়ার মতো একজন ক্রিকেটার তৈরি হতে পারে, এমনটা বিশ্বাস সাদিদের পরিবার, সতীর্থ ও প্রতিবেশীদের।

এ বিভাগের আরো খবর