বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের সামনে ১৭৮ রানের লক্ষ্য

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ অক্টোবর, ২০২১ ১৩:১৯

আগে ব্যাট করে তিন উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে গ্যারেথ ডেলেনি ৫০ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ জিততে বাংলাদেশ দলের দরকার ১৭৮ রান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে আগে ব্যাট করে তিন উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে গ্যারেথ ডেলেনি ৫০ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। ওপেনিং করতে নেমে অধিনায়ক ও পল স্টার্লিং দারুণ শুরু এনে দেন আয়ারল্যান্ডকে।

১৬ বলে ২২ রান করে চতুর্থ ওভারের শেষ বলে আউট হন স্টার্লিং। তার উইকেট তুলে নেন নাসুম আহমেদ।

উইকেট হারিয়েও আক্রমণ থামায়নি আইরিশরা। বলবার্নির সঙ্গে আক্রমণে যোগ দেন গ্যারেথ ডেলানি। পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে আয়ারল্যান্ড।

অষ্টম ওভারে বলবার্নিকে ফেরান তাসকিন আহমেদ। ২২ বলে ২৫ রান করে আউট হন আয়ারল্যান্ডের অধিনায়ক।

দশম ওভারে জর্জ ডকরেলকে ফিরিয়ে আইরিশদের আরেকটি ধাক্কা দেন তাসকিন। ৯ বলে ৯ রান করে ফেরেন ডকরেল।

অন্যপ্রান্তে দ্রুতগতিতে রান তোলা অব্যাহত রেখেছিলেন গ্যারেথ ডেলেনি। তার ব্যাটে ১৩ ওভারে দলীয় ১০০ রানে পৌঁছে যায় আয়ারল্যান্ড।

৩৩ বলে ৫০ রান করেন ডেলেনি। ১৮ ওভারে দেড় শ রান ছাড়ায় আয়ারল্যান্ডের সংগ্রহ।

৫০ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন ডেলানি। আয়ারল্যান্ড তিন উইকেটে সংগ্রহ করে ১৭৭ রান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও শরীফুল ব্যয়বহুল ছিলেন। ফিজ চার ওভারে দেন ৪০ আর শরীফুল দেন ৪১। নাসুম ৩ ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট নেন। তাসকিন চার ওভারে ২৬ রান দিয়ে নেন দুই উইকেট।

এ বিভাগের আরো খবর