বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফলটা ফেয়ার ছিল না: রাকিব

  •    
  • ১৪ অক্টোবর, ২০২১ ০৮:০৬

নেপালের সঙ্গে ড্রয়ে সাফ মিশনের ইতি হলো বাংলাদেশের। তবে ফলটা ফেয়ার ছিল না বলে অভিমত ফরোয়ার্ড রাকিবের। বলেন, ‘ফলটা যদি ফেয়ার হতো তাহলে সমস্যা হতো না। ফলটা ফেয়ার ছিল না। সে জন্য বেশি কষ্ট পাচ্ছি।’

এক গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষে ১০ মিনিটে দুটি বড় আঘাতে নেপালের সঙ্গে ড্র করে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ভালো খেলেও লাল কার্ড ট্র্যাজেডি আর পেনাল্টি বিতর্ককে সঙ্গী করে সাফ থেকে বিদায় নিতে হয়েছে টাইগারদের।

বিষয়টি মানতে কষ্ট হচ্ছে জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেনের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে নেপাল ম্যাচ নিয়ে নিজের অসন্তুষ্টির কথা শোনালেন রাকিব। তিনি বলেন, ‘আমরা পরিশ্রম করেছি অনেক। পরিশ্রমের ফল পাইনি দেখে সবাই কষ্ট পেয়েছে।’

ম্যাচ শেষে ড্রেসিং রুম শোকে স্তব্ধ হয়ে আছে বলে জানান রাকিব। এই ফরোয়ার্ড বলেন, ‘সবাই কান্নাকাটি করতেছে। খুব খারাপ লাগতেছে।’

ম্যাচটা ১-১ স্কোর নিয়ে শেষ হলে সাফ মিশনের ইতি হয় বাংলাদেশের। ফলটা ফেয়ার ছিল না বলে অভিমত রাকিবের।

তিনি বলেন, ‘ফলটা যদি ফেয়ার হতো তাহলে সমস্যা হতো না। ফলটা ফেয়ার ছিল না। সে জন্য বেশি কষ্ট পাচ্ছি।’

এদিকে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন জাতীয় দলের প্রধান কোচ অস্কার ব্রুজন। আর জামাল ভূঁইয়া তো সরাসরিই উল্লেখ করেছেন, ‘রেফারি বড় ডাকাতি করেছে।’

এ বিভাগের আরো খবর