সাফে বাংলাদেশ-নেপাল ম্যাচের বয়স তখন ৮৮ মিনিটে। এক গোলের লিড নিয়ে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ শিবিরে। জয় থেকে মাত্র দুই মিনিট দূরে সুমন-তপুরা। হঠাৎ রেফারির দেয়া এক পেনাল্টির সিদ্ধান্তে ওলট-পালট বাংলাদেশ। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সাফ থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের।
আরও একবার সাফের ফাইনালে যাওয়া হলো না লাল-সবুজদের। স্বপ্নভঙ হয় টাইগারদের। ম্যাচ শেষে রেফারির ওই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
ধোঁয়াশা তৈরি হয়েছে সিদ্ধান্ত নিয়ে। সমালোচনায় সিংহভাগের প্রশ্ন- আদৌ কি পেনাল্টি ছিল?
ভিডিওতে দেখা যাচ্ছে, ডান প্রান্ত থেকে ভেসে আসা বল হেড করার চেষ্টা করেন নেপালের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। লাফ দিয়েও বলের ফ্লাইট মিস করেন তিনি। পেছন থেকে কিছুটা ধাক্কা দিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার সাদ উদ্দীন।
বলের ফ্লাইট মিস করে বলা যায় সাদের ধাক্কাটাকে ‘নকল ডাইভের’ মাধ্যমে ফাউলে পরিণত করার চেষ্টা করেন বিস্তা। পেনাল্টির সিদ্ধান্ত দিয়ে বসেন উজবেকিস্তানের রেফারি আখর রিসকুয়ালেভ।
আর তাতেই দুর্ভাগ্য বয়ে আসে জয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশ। পেনাল্টি থেকে গোলে ড্র করে নেপাল। তাতে নিশ্চিত হয় বাংলাদেশের ভাগ্য। বিদায় নিতে হয় সাফ থেকে।