পর্তুগালের জার্সি গায়ে যখনই মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালডো তখনই জন্ম দিচ্ছেন নতুন রেকর্ডের। গত মাসে ভেঙ্গেছেন আলি দাইয়ের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড। শনিবার রাতে ভাঙলেন ইউরোপের কোনো দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড।
ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শনিবার রাতে বিশ্বকাপ আয়োজক কাতারকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই ম্যাচে গোল করার পাশপাশি ম্যাচ খেলার দিক থেকে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্হিও রামোসকে ছাড়িয়ে গেছেন রোনালডো। রামোস ১৮০টি ম্যাচ খেলেছেন স্পেনের হয়ে।
কাতারের বিপক্ষে খেলে রোনালডোর ম্যাচ এখন ১৮১। ম্যাচ শেষে রোনালডো জানান প্রতিটি ম্যাচই তার কাছে বিশেষ কিছু। রেকর্ড করে থেমে যেতে চান না ৩৬ বছর বয়সী এই মহাতারকা।
নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে রোনালডো লেখেন, ‘নতুন রেকর্ড গড়া সবসময়ই দারুণ ব্যাপার। কিন্তু জাতীয় দলের হয়ে যে কোনো রেকর্ডই বিশেষ কিছু। পর্তুগালের জার্সিতে ১৮১ টা ম্যাচ খেলা মানে গর্ব করার মতো অন্তত ১৮১টি কারণ।‘৪৬টি দেশের বিপক্ষে গোল করাও অসাধারণ। কখনও ভাবিনি এমনটা সম্ভব হবে। এখানে থামতে চাই না। আরও এগিয়ে যেতে চাই। পর্তুগালের জয়।’
বুধবার গোল ও ম্যাচ খেলার রেকর্ডকে আরেকটু বড় করে নেয়ার সুযোগ পাচ্ছেন রোনালডো। ওইদিন রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ লুক্সেমবার্গের বিপক্ষে নামছে তার দল পর্তুগাল।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর রোনালডোর ব্যস্ত সূচি ইংলিশ ফুটবলেও। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শনিবার সিআর সেভেন নামছেন লেস্টার সিটির মাঠে।আর ২১ অক্টোবর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালিয়ান দল আতালান্তার বিপক্ষে নিজ মাঠে নামছে ইউনাইটেড।