দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র সাত দিন পরই বেজে উঠবে বিশ্ব আসরটির দামামা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অন্য সব টুর্নামেন্টের মতো এটিও হবে জৈব সুরক্ষাবলয়ে।
১৭ অক্টোবর থেকে শুরু হওয়া বৈশ্বিক টুর্নামেন্টটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। এর ফলে প্রায় এক মাস জৈব সুরক্ষাবলয়ে থাকতে হবে ক্রিকেটারদের।
লম্বা সময় সেখানে থাকার প্রভাবে ক্রিকেটাররা যাতে মানসিক অবসাদে না ভোগেন, সে কারণে তাদের জন্য মনোবিদের ব্যবস্থা করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের সঙ্গেই থাকবেন একজন করে মনোবিদ। কোনো ক্রিকেটার মানসিক সমস্যায় ভুগলে সেটির তাৎক্ষণিক সমাধান দেবেন তিনি।
আইসিসির কর্মকর্তা অ্যালেক্স মার্শাল শুক্রবার এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
মার্শাল বলেন, ‘আমরা ধরে নিয়েছি যে, নিয়ন্ত্রিত পরিবেশের কারণে কিছু লোকের মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটবে। তাদের সাহায্য করার জন্য মনোবিদের ব্যবস্থা রাখছে আইসিসি। ২৪ ঘণ্টার মধ্যে যখন ইচ্ছা তারা মনোবিদের সঙ্গে কথা বলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এ সমস্যায় কেউ পড়লেই যেন সেটা দলের মধ্যেই চিহ্নিত করা যায়, সে ব্যবস্থাও রাখছি আমরা। প্রতিটি দলের চিকিৎসকরা যেন নিজস্ব ব্যবস্থাপনায় খেলোয়াড়দের দেখাশোনা করতে পারে, সে ব্যবস্থাও থাকবে। এর বাইরে আমাদের আইসিসির পক্ষ থেকে সার্বক্ষণিক মনোবিদ থাকবে।’
ক্রিকেটারদের অবসাদ কাটাতে আরও একটি পদক্ষেপ নিয়েছে আইসিসি। টিম হোটেলে তারা থাকতে পারবেন তাদের পরিবার নিয়ে।
এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেটি হলো কোনো ক্রিকেটারের সঙ্গে হোটেলে থাকতে চাইলে পরিবারের সদস্যদের অবশ্যই কোয়ারেন্টিন শেষ করে আসতে হবে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। আর ২৩ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপের মূল পর্ব।