একমাত্র প্রস্তুতি ম্যাচে ওমান এ-দলের সামনে ২০৮ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ একাদশ। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের খরচায় বাংলাদেশ একাদশের সংগ্রহ ২০৭ রান।
ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস এবং নাঈম শেখের ব্যাটে দুর্দান্ত শুরু করে টাইগাররা।
লিটন-নাঈমের শুরু থেকেই ঝড়ো ব্যাটিং ইঙ্গিত দিচ্ছিল বড় সংগ্রহের। যা আরও পোক্ত হয় দুইজনের শতরানের জুটিতে।
দলীয় ১০২ রানে ৩৩ বলে ৫৩ করে লিটন মাঠ ছাড়লে বিপর্যয় শুরু হয় টাইগার শিবিরে। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে দুই অঙ্কের রানে পৌঁছানোর আগে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
আসা যাওয়ার মিছিলে সামিল হন মুশফিকুর রহিম এবং আফিফ হোসেনও। তিন ব্যাটার মিলে মাঠ ছাড়ার আগে দলের স্কোরশিটে যোগ করে যান ১৪ রান। এর ভেতর সৌম্যের ব্যাট থেকে আসে ৮ রান এবং আফিফের ৬। মুশফিককে ফিরতে হয় খালি হাতে।
উইকেটের একপ্রান্তে মাঠ ছাড়ার মিছিল চলতে থাকলেও অপরপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যান নাঈম। কিন্তু ৫৩ বলে ৬৩ খেলা নাঈমকে মাঠ ছাড়তে হয় রিটায়ার্ড হার্ট হয়ে।
বাকি কাজটা সারেন সোহান এবং শামিম মিলে। ওমানের বোলারদের ওপর চালানো শুরু করেন তাণ্ডব। আর যার সুবাদে ২০৭ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
সোহান অপরাজিত থাকেন ১৫ বলে ৪৯ করে আর শামিম ১০ বলে ১৯ রান করেন।