২৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। তার আগে ১৭ তারিখ থেকে শুরু হবে বাছাইপর্ব। সেই হিসেবে বিশ্বকাপের দামাম বেজে উঠতে সময় হাতে আর ৮ দিন।
একদম শেষ সময়ে এসে হুট করে বিশ্বকাপের জন্য পূর্ব ঘোষিত দলে তিন পরিবর্তন আনলো পাকিস্তান।
পাকিস্তানের নতুন ঘোষিত দলে জায়গা পেয়েছেন ওপেনার ফখর জামান, ব্যাটসম্যান হায়দার আলি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান ও পেইসার মোহাম্মদ হাসনাইন। সেই সঙ্গে মূল দলে থাকা খুশদিল শাহের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মূলত দলের শক্তি এবং ভারসাম্য আনতেই এই তিন পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান শুরু করতে যাচ্ছে তাদের বিশ্বকাপের মিশন।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শোহাইব মাকসুদ।
রিজার্ভ: খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির