বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে ওমানে গিয়ে সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া শুরু করেছিল জাতীয় দলের ক্রিকেটাররা। সেই প্রস্তুতির অংশ হিসেবে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে রিয়াদ এন্ড কোং।
একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে ওমানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচটি খেলে একদিনের বিরতি দিয়ে ১০ তারিখ আরব আমিরাতে উড়াল দিয়ে এক দিনের বিরতি দিয়ে ১২ তারিখ শ্রীলঙ্কা এবং ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ বাহিনী।
১৫ অক্টোবর ওমানে ফিরে আসবে ডমিঙ্গো শিষ্যরা। এরপর ১৭ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে পারলেই মিলবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট।
আগামী ২৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল পর্ব।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুবও, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারি, মো. সাইফউদ্দিন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মো. শরিফুল ইসলাম।