দরজায় করা নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শর্টার ফরম্যাটের এই ক্রিকেট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে প্রতিবারই হুংকারের কমতি থাকে না পাকিস্তানের তরফ থেকে। ব্যতিক্রম হচ্ছে না এবারও।
দল দুর্দান্ত ফর্মে থাকায় এবারে জয়ের বিষয়ে বেশ আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে প্রথমবারের মতো ভারত বধের স্বপ্নও দেখা শুরু করেছেন পিসিবি কর্তারা।
শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেনি পিসিবি। ভারতের বিপক্ষে জয়ে দলের ক্রিকেটারদের উৎসাহ দিতে আগাম পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন রমিজ রাজা। জানিয়েছেন বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে একটি ব্ল্যাংক চেক ক্রিকেটারদের পুরস্কার হিসেবে দেয়া হবে।
রমিজ রাজা বলেন, ‘একজন বড় বিনিয়োগকারী আমাকে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে পিসিবির জন্য একটি ব্ল্যাংক চেক প্রস্তুত আছে। আমাদের ক্রিকেট যদি আর্থিকভাবে শক্তিশালী হয়, তাহলে কেউ আমাদের ব্যবহার করতে পারবে না।’
এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল সরফরাজ আহমেদের দল। সেটি এখন পর্যন্ত আইসিসির ইভেন্টে পাকিস্তানের একমাত্র ভারত বধের ইতিহাস।