বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানবন্দরে স্বাস্থ্য ঝুঁকিতে টাইগাররা

  •    
  • ৪ অক্টোবর, ২০২১ ০৮:৪৫

বিশ্বকাপের মতো এতো বড় একটি আসরে যাবার আগে ক্রিকেটারদের অনেককেই দেখা যায় মুখের মাস্ক খুলে এয়ারপোর্টে আসা ফ্যানদের সঙ্গে ছবি তুলতে ও কোলাকুলি করতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার রাত সাড়ে ১১টায় দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে শনিবার করোনা পরীক্ষা করিয়ে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ স্কোয়াড।

সব কিছু চলছিল ভালো মতোই। বিপত্তি বাধল দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে।

চলমান কোভিড পরিস্থিতির ভেতর আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক বিমানবন্দরের প্রোটোকল চোখে আঙ্গুল দিয়ে দেখাল তাদের অব্যবস্থাপনা।

খেলোয়াড়দের আসা উপলক্ষে ও তাদের এক নজর দেখতে এদিন ছয় নম্বর গেটের বাইরে ভিড় করেন উৎসুক ভক্তরা। কোয়ারেন্টিনে থাকার পর এয়ারপোর্টে এসে জনসাধারণের সংস্পর্শে চলে আসেন ক্রিকেটাররা।

কোয়ারেন্টিনের তোয়াক্কা না করেই মিডিয়া কর্মীরা সাক্ষাৎকার নিচ্ছিলেন তাসকিনের। ছবি: নিউজবাংলা

ব্যক্তিগত গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশের সময় প্রতিটি খেলোয়াড়কে ছেঁকে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা ও ভক্তরা। যা চলমান কোভিড পরিস্থিতিতে ও বিশ্বকাপের বিধিনিষেধ চলাকালীন ছিল একেবারে অস্বাভাবিক।

বিশ্বকাপের মতো এতো বড় একটি আসরে যাবার আগে ক্রিকেটারদের অনেককেই দেখা যায় মুখের মাস্ক খুলে এয়ারপোর্টে আসা ফ্যানদের সঙ্গে ছবি তুলতে ও কোলাকুলি করতে।

এক ভক্তের সঙ্গে ছবি তুলছেন নুরুল হাসান। ছবি: নিউজবাংলা

ক্রিকেটারদের পক্ষে জানা সম্ভব নয় যে, যার সঙ্গে মাস্ক খুলে ছবি তুলছেন বা আলিঙ্গন করছেন তিনি করোনায় আক্রান্ত কিনা। তার সামান্য ভুলের মাশুল দেয়া লাগতে পারে পুরো দলকে।

দলের সঙ্গে বিদেশ সফরের সময় থাকেন বিসিবির প্রটোকল কর্মকর্তারা। তাদেরও নজর এড়িয়ে যায় বিষয়গুলো।

শনিবার একবার কোভিড পরীক্ষা হয়েছে ক্রিকেটারদের। বিমানে ওঠার আগে একবার পরীক্ষা দিতে হয়েছে।

ওমানে যেয়েও মানতে হবে কঠিন নিয়ম। সেসবের আগে অনেকটা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই যেন বিশ্বকাপে গেল মাহমুদুল্লাহ রিয়াদের দল।

এ বিভাগের আরো খবর