চলতি মাসের ২৩ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই আরব আমিরাতেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসর। যেখানে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন টাইগার পেইসার মুস্তাফিজুর রহমান আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
লম্বা সময় ঘরের মাঠে স্লো উইকেটে খেলার পর আরব আমিরাতের বিশ্বকাপের মতো মঞ্চে স্পোর্টিং উইকেটে খেলা লাগবে বাংলাদেশের। যার ফলে স্বভাবতই কিছুটা বিপাকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
বিশেষ করে দলে নতুন করে ডাক পাওয়া ছয় জনের। তাদের মধ্যে অন্যতম স্পিনার নাসুম আহমেদ।
তবে সাকিব ও মুস্তাফিজের আইপিএলে খেলাটাকে নিজের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাঁহাতি এই অফস্পিনার। সেই সঙ্গে সাকিব-মুস্তাফিজের কাছ থেকে আরব আমিরাতের উইকেট সম্পর্কে ধারণাও নেবেন বলে জানান তিনি।
নাসুম বলেন, ‘ওরা (সাকিব-মুস্তাফিজ) ওখানে অনেকদিন ধরেই আছে। সেখানকার উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাব আমরা।’
স্লো উইকেটে লম্বা সময় ধরে খেলার পর হুট করেই ফাস্ট স্পোর্টিং উইকেটটা স্বাভাবিকভাবেই বেশ চ্যালেঞ্জিং হয় বোলারদের জন্য। বিশেষ করে স্পিনারদের জন্য। তবে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে মানতে নারাজ জাতীয় দলের এই স্পিনার।
এ প্রসঙ্গে নাসুম বলেন, ‘আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যেকোনো উইকেটে। ভালো করার আশা বলতে... ভালো তো করতে হবে। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ।’
বিশ্বকাপকে সামনে রেখে শনিবার করোনা পরীক্ষা করানো হবে জাতীয় দলের ক্রিকেটারদের। এরপর রোববার রাত পৌনে ১০টায় ওমানের উদ্দেশে রওনা করবে মাহমুদুল্লাহ-মুশফিকরা।